এক্সপ্লোর
বীরভূমের নলহাটিতে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ সরকারি স্বাস্থ্য আধিকারিকের বিরুদ্ধে

নলহাটি: বীরভূমের নলহাটি ১ ব্লকের স্বাস্থ্য আধিকারিক অনঘ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠেছে। তাঁর বিরুদ্ধে এই অভিযোগ দায়ের করেছেন জনৈক নার্স। গতকাল অনঘবাবুর বিরুদ্ধে রামপুরহাট জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিকের কাছে অভিযোগ দায়ের করেন ওই নার্স। দু’পক্ষকে ডেকে বিষয়টি নিয়ে কথা বলেন মুখ্য স্বাস্থ্য আধিকারিক। কিন্তু সেখান থেকে বেরিয়ে অভিযোগকারিণী, অনঘকে চড় মারেন বলে অভিযোগ। এ ব্যাপারে সিএমওএইচের কাছে এবং থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ওই চিকিৎসক। নার্সও তাঁর বিরুদ্ধে প্রতারণা এবং শ্লীলতাহানির পাল্টা অভিযোগ করেছেন।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















