এক্সপ্লোর

AIMIM Bengal Chief Joins TMC: ওয়েইসি বিধানসভা ভোটে লড়ার ঘোষণা করে গেলেন, আর মিমের রাজ্য প্রধানই সদলে তৃণমূলে!

‘পশ্চিমবঙ্গ শান্তির মরূদ্যান, কিন্তু সম্প্রতি রাজ্যের বাতাস বিষাক্ত হয়ে উঠেছে, এটা বদলাতে হবে, সেজন্যই আমি তৃণমূলে যোগদানের সিদ্ধান্ত নিয়েছি’

কলকাতা: বঙ্গ রাজনীতির ময়দানে পা রাখার আগেই জোর ধাক্কা খেল আসাদউদ্দিন ওয়েইসির মিম। রাজ্যে তাদের প্রধান সেনাপতিই দল ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন শনিবার।

বিহারের সাম্প্রতিক বিধানসভা ভোটে ৫টি আসন জিতে পশ্চিমবঙ্গের আসন্ন বিধানসভা ভোটে লড়ার সিদ্ধান্ত নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে নিশানা করেছে মিম। ওয়েইসি প্রায়ই, এমনকী সম্প্রতি রাজ্য সফরে এসে গত রবিবারও মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রীকে আক্রমণ করে বাম, কংগ্রেসের সুরেই বলেছেন, মমতাই বিজেপিকে রাজ্যে হাত ধরে ডেকে নিয়ে এসেছেন, বিজেপির সাম্প্রতিক উত্থানের জন্য দায়ী তিনিই। পাল্টা মমতা তথা তৃণমূল বলছে, আসন্ন বিধানসভা নির্বাচনে মুসলিম ভোট কেটে বিজেপির সুবিধা করে দিতেই প্রার্থী দিচ্ছেন ওয়েইসি।

এই প্রেক্ষাপটেই মিমের অস্থায়ী প্রধান এস কে আব্দুল কালাম নিজের সমর্থকদের নিয়ে শাসক দলে সামিল হয়েছেন। রাজ্য়ের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের উপস্থিতিতে তৃণমূল ভবনে কালাম জানান, বেশ কয়েক বছর ধরে রাজ্যে শান্তিপূর্ণ, স্থিতিশীল পরিবেশ বজায় রয়েছে। তিনি বলেন, আমরা দেখেছি, পশ্চিমবঙ্গ শান্তির মরূদ্যান। কিন্তু সম্প্রতি রাজ্যের বাতাস বিষাক্ত হয়ে উঠেছে। এটা বদলাতে হবে। সেজন্যই আমি তৃণমূলে যোগদানের সিদ্ধান্ত নিয়েছি। মিম অতীতেও রাজ্যে পা রাখার চেষ্টা করেছিল, কিন্তু বর্তমান সময়ে ওদের রাজ্য়ে ঢোকা ঠিক হবে না। এতে অহেতুক ভোট কাটাকাটি হবে যা মোটেই কাঙ্খিত নয়। আমি বাঁকুড়া, মুর্শিদাবাদ, মালদা, কোচবিহার ঘুরেছি, সেখানকার লোকজন বলেছে, এই বিষাক্ত পরিবেশকে ঠেকাতে হবে।

এর আগে, নভেম্বরেও এ রাজ্যে মিমের গুরুত্বপূর্ণ নেতা বলে পরিচিত আনোয়ার পাশা কয়েকজন অনুগামীকে নিয়ে তৃণমূলে যোগ দিয়ে বলেছিলেন, হায়দরাবাদের দলটা বিজেপিকে সাহায্য করতেই ভোট কাটার খেলায় নেমেছে।

গত রবিবার ওয়েইসি ঘোষণা করেন, তিনি প্রথম সারির মুসলিম নেতা ফুরফুরা শরিফের আব্বাস সিদ্দিকির সঙ্গে জোট করে বিধানসভা নির্বাচনে লড়বেন। তিনি সিদ্দিকির সঙ্গে প্রাথমিক বৈঠকও করেন। পরে ঘোষণা করেন, কোন কোন জেলায়, কটি আসনে লড়বেন তাঁরা, সেটা শীঘ্রই ঠিক হবে। ফুরফুরা শরিফের পীরজাদা সিদ্দিকিও সম্প্রতি নানা ইস্যুতে মমতা সরকারের বিরুদ্ধে প্রকাশ্যে মুখ খুলছেন। ওয়েইসিও মমতাকে আক্রমণ করে বলেন, তিনি অটলবিহারী বাজপেয়ীর আমলে কেন্দ্রে এনডিএ-র শরিক ছিলেন। তাছাড়া, গুজরাত যখন জ্বলছিল, তিনি কী করছিলেন? কেন তৃণমূল মন্ত্রী, বিধায়ক, সাংসদরা দল ছেড়ে বিজেপিতে যাচ্ছেন, সেই প্রশ্নও তোলেন।

সাম্প্রতিক হায়দরাবাদ পুরভোটেও প্রবল গেরুয়া ঝড়ে কেসিআরের টিআরএস ধাক্কা খেলেও ৪৪টি আসন দখলে রেখে নিজেদের গড় অক্ষত রেখেছে মিম। তৃণমূল সহ বেশ কিছু বিরোধী দল অবশ্য তাদের ‘ভোট-কাটুয়া, ‘বিজেপির বি-টিম’ বলেই দাবি করে। কিন্তু হায়দরাবাদের এমপির পাল্টা দাবি, বিজেপির উন্নততর বিকল্প হিসাবে তুলে ধরা আমার দলের মৌলিক কর্তব্য।

এপ্রিল-মে মাসে রাজ্য়ে বিধানসভা ভোটে ঠিক হবে, আগামী ৫ বছর নবান্নে কে শাসক হবে। বর্তমানে তৃণমূলের দখলে রয়েছে ২০০-র ওপর আসন। কিন্তু ২০১৯ এর লোকসভা নির্বাচনে রাজ্যে ১৮টি আসনে জিতে তৃণমূলের কপালে চিন্তার ভাঁজ ফেলে দিয়েছে গেরুয়া দল।

আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement

সেরা শিরোনাম

Bangladeshi Arrest: চোরাপথে ভারতে প্রবেশ করেও হল না শেষরক্ষা, আটক বাংলাদেশের ৬ নাগরিক
চোরাপথে ভারতে প্রবেশ করেও হল না শেষরক্ষা, আটক বাংলাদেশের ৬ নাগরিক
Nadia News : স্বামী জীবিত, অথচ ২ বছর ধরে বিধবা ভাতা পাচ্ছেন শান্তিপুরের বাসিন্দা
স্বামী জীবিত, অথচ ২ বছর ধরে বিধবা ভাতা পাচ্ছেন শান্তিপুরের বাসিন্দা
Malda News: সীমান্তে ফেন্সিং দেওয়া নিয়ে ধুন্ধুমার, কেন আপত্তি বাংলাদেশের?
সীমান্তে ফেন্সিং দেওয়া নিয়ে ধুন্ধুমার, কেন আপত্তি বাংলাদেশের?
Manik Bhattacharya : জেলে থাকার সময়কার  চিকিৎসার খরচ বিধানসভা দেবে কেন?  প্রশ্নের মুখে মানিক ভট্টাচার্য
জেলে থাকার সময়কার চিকিৎসার খরচ বিধানসভা দেবে কেন? প্রশ্নের মুখে মানিক ভট্টাচার্য
Advertisement
ABP Premium

ভিডিও

Malda News : 'ফাঁসানো হয়েছে আমাকে', অভিযোগ তৃণমূল নেতা নরেন্দ্রনাথ তিওয়ারিরMalda News: 'এই ঘটনার পিছনে আরও কিছু মাথা থাকতে পারে, আন্দাজ করছি',বললেন নিহত TMC নেতার স্ত্রীMalda News: রাতভর জিজ্ঞাসাবাদের পর গ্রেফতার করা হল মালদার TMC নেতা হত্যাকাণ্ডে এক TMC নেতাকেBengal Tiger: টোপ না খেয়েই জঙ্গলে ফিরে গেছে রয়্যাল বেঙ্গল। পায়ের ছাপ দেখে দাবি বন দফতরের।

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bangladeshi Arrest: চোরাপথে ভারতে প্রবেশ করেও হল না শেষরক্ষা, আটক বাংলাদেশের ৬ নাগরিক
চোরাপথে ভারতে প্রবেশ করেও হল না শেষরক্ষা, আটক বাংলাদেশের ৬ নাগরিক
Nadia News : স্বামী জীবিত, অথচ ২ বছর ধরে বিধবা ভাতা পাচ্ছেন শান্তিপুরের বাসিন্দা
স্বামী জীবিত, অথচ ২ বছর ধরে বিধবা ভাতা পাচ্ছেন শান্তিপুরের বাসিন্দা
Malda News: সীমান্তে ফেন্সিং দেওয়া নিয়ে ধুন্ধুমার, কেন আপত্তি বাংলাদেশের?
সীমান্তে ফেন্সিং দেওয়া নিয়ে ধুন্ধুমার, কেন আপত্তি বাংলাদেশের?
Manik Bhattacharya : জেলে থাকার সময়কার  চিকিৎসার খরচ বিধানসভা দেবে কেন?  প্রশ্নের মুখে মানিক ভট্টাচার্য
জেলে থাকার সময়কার চিকিৎসার খরচ বিধানসভা দেবে কেন? প্রশ্নের মুখে মানিক ভট্টাচার্য
Earthquake News: ভূমিকম্প হলে কলকাতার কোন কোন এলাকা বিধ্বংসী আকার ধারণ করবে ? চাঞ্চল্যকর দাবি গবেষণায়
ভূমিকম্প হলে কলকাতার কোন কোন এলাকা বিধ্বংসী আকার ধারণ করবে ? চাঞ্চল্যকর দাবি গবেষণায়
West Bengal News Live: কেন্দ্র এতে কোনও সাহায্য করেনি, রাজ্য কোনও খামতি রাখেনি, গঙ্গাসাগর মেলা নিয়ে মমতা
কেন্দ্র এতে কোনও সাহায্য করেনি, রাজ্য কোনও খামতি রাখেনি, গঙ্গাসাগর মেলা নিয়ে মমতা
Pranab Mukherjee Memorial: প্রণবের স্মৃতিসৌধ গড়বে কেন্দ্র, 'চাইতে নেই, অর্জন করতে হয়', মনমোহন-পর্ব নিয়ে কংগ্রেসকে বিঁধলেন কন্যা
প্রণবের স্মৃতিসৌধ গড়বে কেন্দ্র, 'চাইতে নেই, অর্জন করতে হয়', মনমোহন-পর্ব নিয়ে কংগ্রেসকে বিঁধলেন কন্যা
Cyber Fraud : সাবধান ! এই ১৪ উপায়ে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট খালি করতে পারে প্রতারকরা 
সাবধান ! এই ১৪ উপায়ে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট খালি করতে পারে প্রতারকরা 
Embed widget