JP Nadda West Bengal Visit LIVE: তোলাবাজি, চালচুরির বিরুদ্ধেও টিকা লাগবে: জেপি নাড্ডা
JP Nadda Bengal Visit LIVE Updates BJP Parivartan Yatra: উত্তর ২৪ পরগনা সফরে আজ দুপুরে হুকুমচাঁদ জুট মিলের কর্মী দেবনাথ যাদবের বাড়িতে মধ্যাহ্নভোজ সারবেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা।

Background
ফের বঙ্গ সফরে বিজেপির সর্বভারতীয় সভাপতি। আজ উত্তর ২৪ পরগনায় একাধিক কর্মসূচি রয়েছে জে পি নাড্ডার। সকাল ১০টায় হেস্টিংসে বিজেপির অফিস থেকে লক্ষ্য সোনার বাংলা প্রচার পুস্তিকা উদ্বোধন করবেন বিজেপি সভাপতি। দুপুর ১টায় যাবেন নৈহাটিতে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্মভিটে কাঁঠালপাড়ায়। যাবেন বঙ্কিম সংগ্রহশালায়। কথা বলবেন ট্রাস্টি বোর্ডের সদস্যদের সঙ্গে। তবে নাড্ডা আসার আগে বঙ্কিমভবনের চারপাশে ছেয়ে দেওয়া হয়েছে তৃণমূলের পতাকায়।
বঙ্কিমভবন থেকে দুপুর দেড়টা নাগাদ নাড্ডা যাবেন গৌরীপুরে। জুটমিল শ্রমিকের বাড়িতে সারবেন মধ্যাহ্নভোজ। এরপর বিজেপি সভাপতি যাবেন ব্যারাকপুর মসজিদ মোড় এলাকায়। সেখানে বিজেপির পরিবর্তন যাত্রার সূচনা করবেন তিনি। বিকেল ৪টে নাগাদ বিজেপি সভাপতি যাবেন ব্যারাকপুর স্টেশন সংলগ্ন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে। এরপর সাড়ে চারটে নাগাদ ধোবিঘাটে মঙ্গল পাণ্ডের মূর্তিতে মাল্যদান করবেন তিনি
Nadda in Bengal: ' বাংলায় ৬০ বছরের ঊর্ধ্বে সবাই বিনামূল্যে টিকা পাবেন'
নাড্ডা বলেছেন, মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রকে বলেছেন টিকাকরণের ব্যবস্থা করুন। আমরা বলছি, বাংলায় ৬০ বছরের ঊর্ধ্বে সবাই বিনামূল্যে টিকা পাবেন।‘তোলাবাজি, চালচোরদের বিরুদ্ধেও টিকা লাগবে। বাংলায় আয়ুষ্মান ভারত, কিষাণ নিধির টিকাকরণ হবে। সবচেয়ে বেশি সন্ত্রাস, মানব পাচার বাংলাতেই হচ্ছে।
দিদি আপনি বাংলার মেয়েদের কথা কোথায় ভাবছেন? বাংলায় মহিলারা সুরক্ষিত নন। চালচোর কে? আমি বলছি না, আপনারাই বলছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার দুর্নীতিতে ভরা। আমরা আগামী দিনে সোনার বাংলা গড়বই’।
লাগবে। বাংলায় আয়ুষ্মান ভারত, কিষাণ নিধির টিকাকরণ হবে। সবচেয়ে বেশি সন্ত্রাস, মানব পাচার বাংলাতেই হচ্ছে।
দিদি আপনি বাংলার মেয়েদের কথা কোথায় ভাবছেন? বাংলায় মহিলারা সুরক্ষিত নন। চালচোর কে? আমি বলছি না, আপনারাই বলছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার দুর্নীতিতে ভরা। আমরা আগামী দিনে সোনার বাংলা গড়বই’।
Nadda in Bengal: 'বাংলায় ক্ষমতায় আসবে বিজেপিই
ব্যারাকপুরের জনসভায় বিজেপি সভাপতি জেপি নাড্ডা বলেছেন, ‘বাংলার মানুষ পরিবর্তন যাত্রাকে সমর্থন করেছেন। বাংলায় ক্ষমতায় আসবে বিজেপিই। প্রধানমন্ত্রী বাংলায় ৩ হাজার কোটি টাকার প্রকল্প ঘোষণা করেছেন।বাংলায় ক্ষমতায় এলেই আয়ুষ্মান প্রকল্প চালু হবে। কেন্দ্রীয় সাহায্য থেকে বাংলার কৃষকরা বঞ্চিত।কিষাণ সম্মান নিধি প্রকল্পে বকেয়া টাকাও পাবেন কৃষকরা। বাংলায় উন্নয়নের কাজে বাধা আসবে।সেই বাধা দূর করতে চাই ডবল ইঞ্জিন সরকার।’






















