Kolkata Municipal Election 2021: পুরভোটের জন্য পুলিশি প্রস্তুতি তুঙ্গে, মোতায়েন থাকবে ২৩ হাজার পুলিশ কর্মী
KMC Election 2021: ইতিমধ্যেই ভোটে বাহিনী মোতায়েনের প্রাথমিক পরিকল্পনা ছকে ফেলা হয়েছে।
ময়ুখ ঠাকুর চক্রবর্তী ও পার্থপ্রতিম ঘোষ, কলকাতা: সুষ্ঠুভাবে পুরভোট (Kolkata Municipal Corporation) করাতে পরিকল্পনা তৈরি, জানালেন কলকাতার পুলিশ কমিশনার (Kolkata Police Commissioner)। পুলিশ সূত্রে খবর, পুরভোটের দিন মোতায়েন থাকবে ২৩ হাজার পুলিশ কর্মী। তার মদ্যে ৫ হাজার রাজ্য পুলিশ। বাকিরা কলকাতা পুলিশের কর্মী। ভোটের আগে আজ থেকেই শহরের বিভিন্ন জায়গায় নাকা তল্লাশি শুরু করেছে পুলিশ।
কলকাতা পুরভোটে মোতায়েন থাকছে ২৩ হাজার পুলিশ। তার মধ্যে কলকাতা পুলিশ ১৮ হাজার। ৫ হাজার রাজ্য পুলিশ। এমনটাই কলকাতা পুলিশ সূত্রে খবর। ইতিমধ্যেই ভোটে বাহিনী মোতায়েনের প্রাথমিক পরিকল্পনা ছকে ফেলা হয়েছে। সূত্রের খবর, রাজ্য পুলিশের কর্মীরা শুক্রবারই চলে আসবে কলকাতায়।
কলকাতা পুলিশ কমিশনার, সৌমেন মিত্র বলেন, সুষ্ঠু ভাবে ভোট করাতে কলকাতা পুলিশ বদ্ধপরিকর। পুরভোটের আগে, এদিন থেকেই শহরে শুরু হয়েছে পুলিশের নাকা তল্লাশি। দিনে ২৫ ও রাতে ২৫টি এলাকা নাকা তল্লাশির জন্য চিহ্নিত করা হয়েছে বলে পুলিশ সূত্রে খবর। মহেশতলা বা বজবজ থেকে আসা গাড়ি শহরে ঢোকার আগে পরীক্ষা করা হয়।
আরও পড়ুন, কলকাতা পুরভোটে কোন দল পেতে পারে কটি ওয়ার্ড, কী বলছে সি ভোটারের সমীক্ষা ?
পুলিশ সূত্রে খবর, পুরভোটের দিন নিরাপত্তার দায়িত্বে থাকবেন ১০ জন জয়েন্ট সিপি পদমর্যাদার অফিসার। ডেপুটি কমিশনার থাকবেন ২৬ জন। অ্যাসিস্ট্যান্ট কমিশনার থাকবেন ৭১ জন।
২০০টি জায়গায় পুলিশ পিকেট থাকবে। জলপথেও রিভার পেট্রোলিং থাকবে ৬টি জায়গায়। এছাড়া, আরএফএস ও আরটি মোবাইল দিনে-রাতে মিলিয়ে থাকবে ৭২টি। এইচআরএফএস থাকবে ৩৫টি। শহরজুড়ে ১৮টি স্পেশাল ক্যুইক রেসপন্স টিম থাকবে যে কোনও পরিস্থিতি মোকাবিলার জন্য।
পুলিশি এই বন্দোবস্ত ১৯ ডিসেম্বর পুরভোটের দিকে তাকিয়ে। ২১ ডিসেম্বর ফল প্রকাশ।