এক্সপ্লোর
Advertisement
জমি নিয়ে বিবাদ, অভিযুক্তদের গ্রেফতার করতে গিয়ে হাওড়ায় আক্রান্ত ওসি সহ ৭ পুলিশকর্মী, অবস্থা আশঙ্কাজনক
জমি সংক্রান্ত বিবাদের ঘটনায় অভিযুক্তদের গ্রেফতার গিয়ে আক্রান্ত পুলিশ। ধারালো অস্ত্র, রড এবং লাঠির আঘাতে গুরুতর জখম থানার ওসি, এএসআই-সহ ৭ পুলিশ কর্মী। হাওড়ার শ্যামপুর থানা এলাকার গড়চুমুকের ঘটনা।
হাওড়া: ফের আক্রান্ত পুলিশ, এবার ঘটনাস্থল হাওড়ার গড়চুমুক এলাকা।
জানা গিয়েছে, ওই এলাকায় একটি জমি নিয়ে দীর্ঘদিন ধরে দুই পরিবারের মধ্যে বিবাদ চলছিল। গতকাল কয়েকটি বাড়িতে ভাঙচুরও ঘটে। এ নিয়ে স্থানীয় শ্যামপুর থানায় অভিযোগ দায়ের হলে ওসি সুমন দাসের নেতৃত্বে অভিযুক্তদের গ্রেফতার করতে যায় পুলিশ। অভিযোগ, সে সময় ২০-২৫ জন ধারালো অস্ত্র ও লাঠি নিয়ে আচমকা তাঁদের উপর চড়াও হয়।
মারধরের জেরে ওসি সুমন দাস ও এএসআই তরুণ পুরকায়েত মারাত্মকভাবে জখম হন। তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে মোতায়েন করা হয়েছে র্যাফ এবং বিশাল পুলিশ বাহিনী। কয়েকজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।
তবে আক্রান্ত ওসির অবস্থা সঙ্কটজনক। কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভেন্টিলেশনে রয়েছেন তিনি।
জানা গিয়েছে, মাথার পিছনে বাঁশ দিয়ে আঘাতের ফলে সুমনবাবুর প্রচুর রক্তক্ষরণ হয়েছে। সিটি স্ক্যানে তাঁর মস্তিষ্কে রক্তক্ষরণ হচ্ছে বলেও জানা গিয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, তাঁর সিভিয়ার ট্রমাটিক ব্রেন ইনজুরি রয়েছে ফলে এখনই অস্ত্রোপচার সম্ভব নয়।
তাঁর চিকিৎসায় ৯ সদস্যের মেডিক্যাল বোর্ড গঠন করা হয়েছে। ৭২ ঘণ্টা রাখা হবে নজরদারিতে, তারপর নেওয়া হবে পরবর্তী সিদ্ধান্ত।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
খবর
খবর
আন্তর্জাতিক
Advertisement