এক্সপ্লোর
সম্পত্তি হাতাতে মাকে খুন, ছেলে ও বউমার সাজা যাবজ্জীবন

পূর্ব বর্ধমান : যাঁর জন্য পৃথিবীর আলো দেখা, সম্পত্তি হাতাতে সেই মা-কে খুন করতেও হাত কাঁপেনি ছেলের। সেই ছেলে ও তাঁর স্ত্রীকে যাবজ্জীবন সাজা শোনাল কাটোয়া মহকুমা আদালত। রবিবারই মৃতের ছেলে বাপন দাস ও বৌমা রুমা দাসকে দোষী সাব্যস্ত করেন কায়োটা মহকুমা আদালতের বিচারক। সোমবার দু’জনকেই যাবজ্জীবন কারাদণ্ড দেন। ঘটনার সূত্রপাত, ২০১২ সালের গোড়ার দিকে। স্বামী মারা যাওয়ার পর নিজের নামে থাকা সম্পত্তি ২ মেয়ে এক ছেলের মধ্যে ভাগ করে দিতে চান ৭০ বছরের আরতি দাস। কিন্তু বাধ সাধেন বাপন। বোনেদের সম্পত্তির ভাগ ভাগ দিতে রাজি হননি দাদা। সব তাঁর নামে লিখে দেওয়ার জন্য চাপ তৈরি করেন। কিন্তু রাজি হননি মা। বোনেদের অভিযোগ, ওই বছরের জুলাই মাসে, গলার নলি কেটে খুন করেন বাপন। তাঁকে সাহায্য করেন স্ত্রী রুমা। ঘটনার পর বাপন ও তাঁ স্ত্রীর নামে অভিযোগ দায়ের করেন বোনেরা। ঘটনার ৫ বছর পর রায় ষোষণা হল সেই মামলার।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন
POWERED BY
সেরা শিরোনাম
ব্যবসা-বাণিজ্যের
খুঁটিনাটি
ব্যবসা-বাণিজ্যের
অটো






















