লোকাল চালুর দ্বিতীয় দিনেই দুর্ঘটনা, ভিড়ের চাপে ট্রেন থেকে পড়ে গেলেন বৃদ্ধ
কোথায় করোনা বিধি, কোথায় সামাজিক দূরত্ব?
কলকাতা: করোনা আবহে লোকাল ট্রেন চালুর দ্বিতীয় দিনেও একই ছবি! কোথাও মানা হল না সামাজিক দূরত্ব। লোকাল বাড়ানোর দাবি যাত্রীদের।
এরমধ্যেই লোকাল ট্রেন চালুর দ্বিতীয় দিনেই দুর্ঘটনা। বৃহস্পতিবার সকালে দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুর স্টেশনে, ভিড়ের চাপে ট্রেন থেকে পড়ে গুরুতর জখম হন এই বৃদ্ধ।
দক্ষিণ বারাসাত স্টেশন থেকে আপ লক্ষ্মীকান্তপুর লোকালে চেপে বারুইপুরে ছেলের কাছে আসছিলেন ৭৫ বছরের শশধর নস্কর ও তাঁর স্ত্রী। ট্রেন থেকে নামার সময়ই ঘটে বিপত্তি।
বারুইপুর মহকুমা হাসপাতালে চিকিৎসা চলছে জখম ট্রেনযাত্রীর। করোনা সংক্রমণ এড়াতে যাত্রীরা যাতে সামাজিক দূরত্ব মেনে চলেন, তার জন্য বিভিন্ন স্টেশনের টিকিট কাউন্টারের সামনে ও প্ল্যাটফর্মে গোল দাগ কাটা হয়েছিল। কিন্তু ভিড়েই হারিয়ে গেল সেইসব স্বাস্থ্যবিধি।
যে ছবি ধরা পড়ল সোনারপুর স্টেশনের টিকিট কাউন্টারের সামনে। ক্যানিং-শিয়ালদা লোকালের ছবিটা এককথায় ভয়ঙ্কর। পর্যাপ্ত ট্রেন না চলার কারণেই এই ভিড়। অভিযোগ যাত্রীদের।
স্টেশনে ঢোকার মুখে যাত্রীদের থার্মাল স্ক্রিনিং করার সিদ্ধান্ত নিয়েছে রেল ও রাজ্য সরকার। যদিও দক্ষিণ চব্বিশ পরগনার মল্লিকপুর স্টেশনে দেখা গেল না তেমনকিছু। যাত্রীভিড়ের ছবি ধরা পড়েছে উত্তর চব্বিশ পরগনার হাবড়া স্টেশনেও।
হুগলির শ্রীরামপুর স্টেশনের ছবিটা তখন এরকমই। ট্রেনে উঠতে গিয়ে যাত্রীদের মধ্যে কার্যত মারপিট লেগে যাওয়া যোগাড়। ট্রেনের ভিতরের ছবিটাও রীতিমতো আতঙ্কের।
ভিড়ের সেই চেনা ছবি ধরা বর্ধমান স্টেশনেও।