Madhya Pradesh : 'সাংবাদিকদের উপর বেধড়ক লাঠিচার্জ, বিবস্ত্র করে লকআপে'
Madhya Pradesh Update : এরপর সাংবাদিকদের উপর বেধড়ক লাঠিচার্জ করে পুলিশ। লাঠিচার্জের পর বিবস্ত্র করে লকআপে ভরে দেওয়া হয় সাংবাদিকদের।
সিধি : মধ্যপ্রদেশের সিধিতে সাংবাদিকদের সঙ্গে বর্বরোচিত ব্যবহার। বিবস্ত্র করে সাংবাদিকদের লকআপে ভরল পুলিশ।
বিজেপি বিধায়কের বিরুদ্ধে মুখ খোলায় নাট্যকর্মীকে জেলে ভরায় থানায় গিয়ে প্রতিবাদ জানান স্থানীয় সাংবাদিকরা। এরপর সাংবাদিকদের উপর বেধড়ক লাঠিচার্জ করে পুলিশ। লাঠিচার্জের পর বিবস্ত্র করে লকআপে ভরে দেওয়া হয় সাংবাদিকদের।
MP | Police station in-charge Kotwali Sidhi and a sub-inspector suspended and attached to the Police Lines in connection with the matter where a group of men, including a journalist & YouTuber, was seen only in their underwear inside a police station in a viral photo (in pic). pic.twitter.com/sJLJDQPX1T
— ANI (@ANI) April 8, 2022
রিপোর্ট চাইলেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী
লাঠিচার্জের পর বিবস্ত্র করে সাংবাদিকদের লক আপে ভরা হয়। সাংবাদিক নিগ্রহের রিপোর্ট চাইলেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান। নজরে ওসি।
প্রেক্ষাপট
নাট্য সমিতির পরিচালক থিয়েটার কর্মী নীরজ কুন্দরের বিরুদ্ধে অভিযোগ ওঠে, তিনি ফেসবুকে নাম ভাঁড়িয়ে বিজেপি বিধায়ক কেদারনাথ শুক্লার বিরুদ্ধে অশালীন মন্তব্য করেন। পুলিশ নীরজকে গ্রেফতার করায় থানায় গিয়ে প্রতিবাদ জানান নাট্যকর্মী ও স্থানীয় সাংবাদিকরা। এরপরই পুলিশি নিগ্রহের শিকার হন তাঁরা।
সাম্প্রতিক খবরে, মধ্যপ্রদেশের একটি থানার ভিতরে অর্ধনগ্ন অবস্থায় পুরুষদের ছবি ভাইরাল হয়। ফটোগ্রাফটিতে দেখা যায় আটজন পুরুষ অর্ধনগ্ন অবস্থায় দাঁড়িয়ে আছে।তারমধ্যে রয়েছেন, স্থানীয় ইউটিউব সাংবাদিক কনিষ্ক তিওয়ারিও। সাংবাদিক তিওয়ারি জানান, তিনি সাংবাদিকতার জন্যই সেখানে ছিলেন কিন্তু পুলিশ তাকে গ্রেফতার করে এবং প্রায় ১৮ ঘন্টা আটকে রাখে এবং "তাঁকে খারাপভাবে মারধর করে"।
আইএএনএস-এর প্রতিবেদন অনুযায়ী, যখন তাঁরা নীরজ কুন্দের সম্পর্কে জিজ্ঞাসা করতে থানায় গিয়েছিলেন, তখনই কনিষ্ক তিওয়ারিসহ অন্যদের গ্রেফতার করা হয়। অভিযোগ, কুন্দেরের গ্রেফতারের প্রতিবাদ করার জন্য সাংবাদিকদের গ্রেফতার করা হয়। পুলিশ কর্মকর্তার দাবি, 'বিক্ষোভের সময় তাঁরা রাস্তায় বসে পড়ে। এতে সাধারণের চলাচলে ব্যাঘাত ঘটে'।