(Source: ECI/ABP News/ABP Majha)
মালদা থেকে উদ্ধার ১০ লক্ষ টাকার ব্রাউন সুগার, গ্রেফতার নার্স
Cops seized drugs from Malda: ধৃত নার্সের ৬ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত।
অভিজিৎ চৌধুরী, মালদা: গোপন সূত্রে খবর পেয়ে ব্রাউন সুগার সহ এক বেসরকারি নার্সিংহোমের নার্সকে গ্রেপ্তার করল ইংরেজবাজার থানার পুলিশ। ধৃত নার্সের কাছ থেকে পুলিশ উদ্ধার করেছে ৬০০ গ্রাম ব্রাউন সুগার। যার বাজারমূল্য প্রায় ১০ লক্ষ টাকা। আজ ধৃত নার্সকে মালদা জেলা আদালতে পেশ করে পুলিশ। ৬ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত।
ইংরেজবাজার থানার আইসি মদনমোহন রায় জানিয়েছেন, ‘আজ সকালে গোপন সূত্রে খবর পেয়ে মালদা শহরের হ্যান্টাকালি মোড় অঞ্চলে বেসরকারি বাস থেকে ওই নার্সকে আটক করা হয়। তাঁর ব্যাগে তল্লাশি চালিয়ে ব্রাউন সুগারের তিনটি প্যাকেট উদ্ধার করে পুলিশ। সবমিলিয়ে ৬০০ গ্রাম ব্রাউন সুগার উদ্ধার করা হয়। ধৃত পাচারকারী যুবতীর নাম আজিনুর খাতুন (২১)। তাঁর বাড়ি কালিয়াচক থানার আলিপুর এলাকায়।’
পুলিশ সূত্রে আরও জানা গিয়েছে, আগে থেকেই মাদক পাচারের খবর ছিল তদন্তকারীদের কাছে। ওই মহিলাই মাদক পাচার করছেন বলে খবর পাওয়া যায়। তাঁর বিবরণ অনুযায়ী বাস থাকে তাঁকে গ্রেফতার করা হয়। ব্রাউন সুগারের প্যাকেটগুলি মালদা শহরের রথবাড়ি অঞ্চলে পাচার করার কথা ছিল বলে জানা গিয়েছে। এই ঘটনার সঙ্গে আরও কারা জড়িত রয়েছে তা জানার জন্য তদন্ত শুরু করেছে পুলিশ।