এক্সপ্লোর
Advertisement
দার্জিলিংয়ের ঘটনা 'প্রিপ্ল্যান্টেড', কেন্দ্রকে তোপ মমতার, পাল্টা স্বরাষ্ট্রমন্ত্রকের
কলকাতা: অশান্তির এক মাসের মাথায় পাহাড়ে ফের সংঘর্ষ, আগুন, মৃত্যুর ঘটনায় রাজনৈতিক চাপানউতোরও তুঙ্গে। পাহাড় পরিস্থিতির জন্য ফের মোদী সরকারকে কাঠগড়ায় দাঁড় করালেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর অভিযোগ, বারবার বলা সত্ত্বেও পাহাড়ে পর্যাপ্ত বাহিনী পাঠায়নি কেন্দ্র। রাজ্যের সঙ্গে অসহযোগিতা করা হচ্ছে। অশান্তিতে দিল্লির নেতাদের উস্কানি রয়েছে বলে অভিযোগ মুখ্যমন্ত্রীর। দার্জিলিংয়ের ঘটনা প্রিপ্ল্যান্টেড, এও বলেছেন তিনি।
কেন্দ্রকে নিশানা করে মুখ্যমন্ত্রীর দাবি, পর্যাপ্ত কেন্দ্রীয় বাহিনী পাওয়া গেলে, পাহাড়ে এমন অশান্তির আগুন জ্বলত না। তাঁর প্রশ্ন, বার বার চাওয়া হলেও কেন সিআরপিএফ পাঠাল না কেন্দ্র? কেন্দ্রের আচরণ অসহযোগিতামূলক।
তবে শনিবার মুখ্যমন্ত্রীর এই বক্তব্যের পরপরই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক সূত্রে দাবি করা হয়, দার্জিলিঙে ১১ কোম্পানি বাহিনী পাঠানো হয়েছে। এছাড়াও রাজ্যের হাতে নিজস্ব বাহিনী রয়েছে। রাজ্য নিজেদের বাহিনীকে ব্যবহার না করে, কেন কেন্দ্রের উপর দায় চাপাচ্ছে! বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেন, অভিযোগ করাই ওনার কাজ। চ্যালেঞ্জ করে বলছি, সিআরপিএফ না থাকলে কেন্দ্র সহযোগিতা না করলে মুখ্যমন্ত্রী পাহাড় থেকে নামতে পারতেন না। সব মিলিয়ে নতুন করে অগ্নিগর্ভ পাহাড়। আর তা ঘিরে কেন্দ্র-রাজ্য চাপানউতোর তুঙ্গে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
জেলার
Advertisement