এক্সপ্লোর
বেপরোয়া গাড়ি, মন্দারমণিতে পর্যটকের মৃত্যু

মন্দারমণি: বেআইনি প্যারাসেলিং-এর পর এবার সমুদ্রতটে বেপরোয়া গাড়ি! ফের মন্দারমণিতে পর্যটকের মৃত্যু! অফিসের বন্ধুদের সঙ্গে মন্দারমণি বেড়াতে গিয়েছিলেন উত্তর ২৪ পরগনার খড়দার বাসিন্দা সিদ্ধার্থ রায়চৌধুরী। ফেরার পথে সমুদ্রতটে দুর্ঘটনাগ্রস্ত হয় তাঁদের গাড়ি। মৃত্যু হয় সিদ্ধার্থর। আহত হন তাঁর সঙ্গীসাথীরা। প্রত্যক্ষদর্শীদের দাবি, সমুদ্রতট দিয়ে একশোর বেশি গতিবেগে ছুটছিল গাড়িটি। সামনে খুঁটি দেখে, আচমকা ব্রেক কষতেই বিপত্তি! কাঁথির মহকুমা পুলিশ আধিকারিক ইন্দ্রাণী মুখোপাধ্যায়েরও দাবি, গাড়িটির গতি অত্যন্ত বেশি ছিল। এর জেরেই নিয়ন্ত্রণ হারিয়ে এই ঘটনা। একই সঙ্গে তাঁর বক্তব্য, ভবিষ্যতে এধরনের ঘটনা আটকাতে উদ্যোগ নেওয়া হবে। প্রশাসন বলছে, আগামী দিনে উদ্যোগ নেওয়া হবে। কিন্তু, এদিন যা হয়ে গেল, তার দায় কে নেবে? মৃতের পরিবারের প্রশ্ন, পর্যটকেরা যদি আইন ভাঙেও, তাহলে তাঁদের আটকানোর কেন কেউ থাকবে না? কখনও প্যারাসেলিং, কখনও সমুদ্রতটে বেপরোয়া গাড়ি। মন্দারণিজুড়ে আইনভঙ্গের নানা ছবি! কবে বদলাবে পরিস্থিতি? প্রশ্ন ক্ষুব্ধ পর্যটকদের একাংশের!
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন
POWERED BY
সেরা শিরোনাম
খুঁটিনাটি
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের






















