জলপাইগুড়ি সংশোধনাগারের ভেতর থেকে উদ্ধার গাঁজা, মোবাইল ফোন
জলপাইগুড়ি: গত শনিবারই আলিপুর কেন্দ্রীয় সংশোধানাগার থেকে পালিয়েছে তিন বিচারাধীন বন্দী। আর এই প্রেক্ষাপটেই জলপাইগুড়ি সংশোধানাগারে তল্লাশি চালাতে গিয়ে চোখ কপালে উঠল পুলিশের! মোবাইল ফোন থেকে গাঁজা, হাতের কাছে হাজির সবই! মঙ্গলবার সকালে আচমকাই জলপাইগুড়ি কেন্দ্রীয় সংশোধনাগারে হানা দেন উত্তরবঙ্গের অতিরিক্ত আইজি কল্যাণকুমার প্রামাণিক। জেলের বিভিন্ন ওয়ার্ড থেকে আনাচে-কানাচে সব জায়গায় শুরু হয় তল্লাশি। আর তাতেই গুপ্তধনের সন্ধান! সূত্রের খবর, জেলের নর্দমা থেকে উদ্ধার থেকে হয় ৪০০ গ্রাম গাঁজা। জঞ্জালের স্তূপের ভিতর থেকে হদিশ মেলে ২৫টি মোবাইল ফোনের। জেলের ভিতর থেকে উদ্ধার হয়েছে দড়িও। কিন্তু, কীভাবে জেলের মধ্যে এল এই সব জিনিস? কারারক্ষীদের একাংশের মদতেই কি বন্দীরা জেলের মধ্যেও এসব সুযোগ-সুবিধা পাচ্ছে? জেলের মধ্যে যা যা থাকার কথা নয়, তা তো পাওয়া গেছে! শেষপর্যন্ত তদন্তে কারা দোষী প্রমাণিত হয়, সেদিকেই সবার নজর।