এক্সপ্লোর
লক্ষ্ণী পুজোর দিন দুপুরে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি সঙ্গে ঝোড়ো হাওয়ার পূর্বাভাস আবহাওয়া দফতরের

কলকাতা: রাজ্যের প্রতিটি মানুষ যখন লক্ষ্ণীর আরাধনায় নিজেদের ঘর সাজাচ্ছেন, তখনই ভারী বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া দফতর। আজ দুপুরের মধ্যেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। তারা জানিয়েছে, কলকাতা, হাওড়া, হুগলি, এবং দুই মেদিনীপুরে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে বইবে ঝোড়ো হাওয়া। ইতিমধ্যেই দক্ষিণ ২৪ পরগনায় বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। কোজাগরী লক্ষ্ণী পুজোর সন্ধেয় আকাশ পূর্ণিমার চাঁদের আলোয় আলোকিত হয়ে থাকে। সেই আলোতেই ঘরে ঘরে হয়ে দেবী লক্ষ্ণীর আরাধনা। কিন্তু আবহাওয়া দফতরের পূর্বাভাসে মনে কালো মেঘ জমেছে মধ্যবিত্তের মনেও।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















