এক্সপ্লোর
Advertisement
ক্যাশ বাক্সে নজর নেই, হলদিয়ার সুতাহাটায় দোকান থেকে চুরি ৫০ হাজার টাকার বস্তাভর্তি পেঁয়াজ
পেঁয়াজের দামে চোখে জল আসছে ক্রেতাদের। শাকসব্জির বাজারে পেঁয়াজ একাই একশো।সেঞ্চুরি করে মহার্ঘ পেঁয়াজ। এমনই পরিস্থিতি যে টাকা-পয়সা, সোনা-দানা ছেড়ে চোরেরা নিয়ে পালাচ্ছে পেঁয়াজের বস্তা!!! এমনই ঘটনা ঘটেছে পূর্ব মেদিনীপুরের হলদিয়ার সুতাহাটায়।
পূর্ব মেদিনীপুর: পেঁয়াজের দামে চোখে জল আসছে ক্রেতাদের। শাকসব্জির বাজারে পেঁয়াজ একাই একশো।সেঞ্চুরি করে মহার্ঘ পেঁয়াজ। এমনই পরিস্থিতি যে টাকা-পয়সা, সোনা-দানা ছেড়ে চোরেরা নিয়ে পালাচ্ছে পেঁয়াজের বস্তা!!! এমনই ঘটনা ঘটেছে পূর্ব মেদিনীপুরের হলদিয়ার সুতাহাটায়।
পেঁয়াজের দামে নাকের জলে চোখের জলে অবস্থা মধ্যবিত্তের।বাড়তে বাড়তে দাম ১০০ হাঁকিয়েছে!কোথাও কোথাও ১১০ টাকাও কেজিও বিকোচ্ছে পেঁয়াজ। যেখানে আপেল মিলছে ৮০ টাকায়।
এরকম যখন অবস্থা, তখন, সুতাহাটায় এক সবজি বিক্রেতার দোকান থেকে ৫০ হাজার টাকার পেঁয়াজ চুরি গিয়েছে বলে অভিযোগ।
সবজি বিক্রেতার দাবি, মঙ্গলবার সকালে তিনি দোকানে গিয়ে দেখেন, চতুর্দিক লন্ডভন্ড। বুঝতে অসুবিধা হয় না, রাতে দোকানে চোর ঢুকেছিল।
ক্যাশবাক্স, টাকা পয়সার প্রতি কোনও আকর্ষণই ছিল না চোরের, শুধু কয়েক বস্তা পেঁয়াজ নিয়েই সে খুশি।
সুতাহাটার সব্জি বিক্রেতা অক্ষয় দাসের দাবি, আমার দোকান থেকে ৫০ হাজার টাকার পেঁয়াজ নিয়ে গেছে। রসুন, আলু, আদাও নিয়ে গেঁছে। ক্যাশ বাক্স থেকে কিছু নেয়নি।
এই ঘটনায় হতবাক স্থানীয়রা। একজন তো বলেই ফেললেন,সোনা-দানা চুরি হয় শুনেছি! তাই বলে পেঁয়াজ!
ঘটনায় আতঙ্কিত ব্যবসায়ীরা।
দামি-জিনিসপত্রের পাশাপাশি, এবার কি তাহলে নজরে রাখতে হবে মজুত রাখা পেঁয়াজেও! এখন এই প্রশ্নই উঁকি দিচ্ছে ব্যবসায়ী থেকে গৃহস্থ, সকলের মনে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
ক্রিকেট
Advertisement