এক্সপ্লোর
Advertisement
গ্রামে সম্পন্ন হল সুভাষ পালের শেষকৃত্য
বাঁকুড়া: স্বপ্নের টানে ছুটে গিয়েছিলেন পাহাড়ে৷ পূর্ণ হয়েছিল এভারেস্ট জয়ের স্বপ্নও৷ বিশ্বের উচ্চতম শৃঙ্গের শীর্ষবিন্দু ছুঁয়ে ফিরছিলেন সুভাষ পাল৷ ফেরা আর হয়নি৷ তাঁকে কেড়ে নিয়েছে পাহাড়৷ বুধবার বাঁকুড়ায় পর্বতারোহী সুভাষ পালের শেষকৃত্য সম্পন্ন হল৷
মঙ্গলবার রাত সাড়ে ১১ টা নাগাদ কলকাতা থেকে বাঁকুড়ায় এসে পৌঁছয় সুভাষের দেহ৷ সকালে দেহ তুলে দেওয়া হয় পরিবারের হাতে৷ কান্নায় ভেঙে পড়েন আত্মীয়-পরিজনেরা৷ বাড়ির সামনের মাঠে অনুষ্ঠিত হয় শ্রদ্ধাজ্ঞাপন অনুষ্ঠান৷ জেলাশাসক-সহ প্রশাসনের বিভিন্ন কর্তা উপস্থিত ছিলেন ওই অনুষ্ঠানে৷ এভারেস্টজয়ী পর্বতারোহীর প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করেন সাধারণ মানুষও৷
এরপর সুভাষের দেহ নিয়ে বাঁকুড়া শহর পরিক্রমা৷ অসংখ্য মানুষের ঢল৷ আবেগের সুনামি৷ কার্যত অবরূদ্ধ হয়ে পড়ে যান চলাচল৷ শহর ঘুরে দেহ নিয়ে যাওয়া বরুটে সুভাষের গ্রামে৷ সেখানেও বাধ মানল না আবেগ৷ এরপর গ্রামেই অনুষ্ঠিত হল শেষকৃত্য অনুষ্ঠান৷
প্রয়াত সুভাষের পাশে দাঁড়ানোর আশ্বাস দিয়েছেন জেলা পুলিশের সুপার৷ সাহায্যের আশ্বাস দিয়েছে বাঁকুড়ার জেলা পরিষদও৷ পাহাড়ের টানে ছুটে গিয়েছিলেন৷ পাহাড়ই কেড়ে নিল তাঁকে৷ সুভাষ পাল৷ পরিবারের সম্বল এখন একরাশ স্মৃতি৷
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
জেলার
Advertisement