Murshidabad Coronavirus: পিএম কেয়ার্স তহবিল থেকে মুর্শিদাবাদের জন্য কোভিড হাসপাতাল, অক্সিজেন প্লান্ট চাইলেন অধীর চৌধুরী
মুর্শিদাবাদে ৫০০ শয্যার একটি অস্থায়ী ডিআরডিও কোভিড হাসাপাতাল ও মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজে একটি মেডিক্যাল অক্সিজেন কনসেনট্রেটর প্লান্ট বসানোর জন্যও দাবি জানিয়েছেন।
![Murshidabad Coronavirus: পিএম কেয়ার্স তহবিল থেকে মুর্শিদাবাদের জন্য কোভিড হাসপাতাল, অক্সিজেন প্লান্ট চাইলেন অধীর চৌধুরী Murshidabad Coronavirus Adhir Ranjan Chowdhury Requesting to PM Modi for 500 bed DRDO Covid Hospital PM CARES Fund Murshidabad Coronavirus: পিএম কেয়ার্স তহবিল থেকে মুর্শিদাবাদের জন্য কোভিড হাসপাতাল, অক্সিজেন প্লান্ট চাইলেন অধীর চৌধুরী](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/05/10/85adc752ecfcfb00c255349fbd6c79ae_original.png?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
নয়াদিল্লি : মুর্শিদাবাদের করোনা পরিস্থিতি সামলাতে প্রধানমন্ত্রী দ্বারস্থ হলেন অধীর রঞ্জন চৌধুরী। প্রধানমন্ত্রীর কাছে কংগ্রেস সাংসদের দাবি, পিএম কেয়ার্স তহবিল থেকে অর্থ বরাদ্দ করা হোক মুর্শিদাবাদে জরুরি ভিত্তিতে ৫০০ শয্যার একটি অস্থায়ী ডিআরডিও কোভিড হাসাপাতাল তৈরি করতে। নরেন্দ্র মোদির কাছে চিঠি লিখে হাসপাতালের পাশাপাশি অধীর চৌধুরীর মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজে একটি মেডিক্যাল অক্সিজেন কনসেনট্রেটর প্লান্ট বসানোর জন্যও দাবি জানিয়েছেন।
লোকসভার বিরোধী দলনেতা তথা পাবলিক অ্যাকাউন্ট কমিটির চেয়ারপার্সন অধীর রঞ্জন চৌধুরী শুক্রবার প্রধানমন্ত্রীর উদ্দেশে একটি চিঠি লেখেন। যেখানে তিনি বলেছেন, 'পশ্চিমবঙ্গের অন্যতম গরিব জেলা মুর্শিদাবাদ, যে উল্লেখ আমি আগেও বহুবার করেছি। মুর্শিদাবাদ জেলায় একাধিক মানুষ দ্রারিদ্যসীমার নীচে বসবাস করেন। আর বর্তমান এই কোভিড অতিমারি পরিস্থিতিতে তাদের জীবনযাত্রা আরও দুষ্কর হয়ে উঠেছে। এই পরিস্থিতিতে মুর্শিদাবাদ জেলায় ৫০০ শয্যার একটি অস্থায়ী ডিআরডিও কোভিড হাসপাতাল তৈরির আবেদন জানাচ্ছি, যাতে সেখানকার মানুষ প্রয়োজনীয় চিকিৎসা পান। পাশাপাশি প্রধানমন্ত্রীর কাছে আমার আবেদন মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজে যেন রোগীদের সাহাযার্থে একটি মেডিক্যাল অক্সিজেন কনসেনট্রেটর তৈরি করা হয়। আশা রাখছি পিএম কেয়ার্স তহবিলের টাকা থেকে যে কাজ করা হবে। মুর্শিদাবাদের মানুষের পক্ষ থেকে অনেক প্রত্যাশা নিয়েই এই চিঠি দিচ্ছি।'
যে চিঠির কোনও উত্তর বা চিঠির ভিত্তিতে কোনও পদক্ষেপ গ্রহণ হয় কি না সেটাই দেখার। এদিকে, কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের শুক্রবারের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যু হয়েছে ৪ হাজার ২০৯ জনের। এখনও পর্যন্ত দেশে করোনায় মৃত্যুর সংখ্যা ২ লক্ষ ৯১ হাজার ৩৩১। বৃহস্পতিবারের পরিসংখ্যান অনুযায়ী, এই সংখ্যাটি ছিল ৩ হাজার ৮৭৪। বুধবারের পরিসংখ্যান অনুযায়ী, এই সংখ্যাটি ছিল ৪ হাজার ৫২৯। মঙ্গলবারের পরিসংখ্যান অনুযায়ী, মৃত্যু হয়েছিল ৪,৩২৯ জনের। সোমবারের পরিসংখ্যান অনুযায়ী, এই সংখ্যাটি ছিল ৪ হাজার ১০৬ জন। রবিবারের পরিসংখ্যান অনুযায়ী, দেশে মৃত্যু হয়েছিল ৪ হাজার ৭৭ জনের। শনিবারের পরিসংখ্যান অনুযায়ী, দেশে মৃত্যু হয়েছিল ৩ হাজার ৮৯০ জনের।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)