মুর্শিদাবাদ দুর্ঘটনা, আরও ৬ জনের দেহ উদ্ধার, মৃতের সংখ্যা ৪২
![মুর্শিদাবাদ দুর্ঘটনা, আরও ৬ জনের দেহ উদ্ধার, মৃতের সংখ্যা ৪২ Murshidabad: search operation is going on, death toll rises to 42 মুর্শিদাবাদ দুর্ঘটনা, আরও ৬ জনের দেহ উদ্ধার, মৃতের সংখ্যা ৪২](https://static.abplive.com/wp-content/uploads/sites/3/2018/01/30075406/msd-bus-accident-morning-still.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
মুর্শিদাবাদ: মুর্শিদাবাদের দৌলতাবাদে ঘটনাস্থল থেকে মঙ্গলবার উদ্ধার আরও ৬টি মৃতদেহ। বাস দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৪২! মঙ্গলবার সকাল থেকে দুর্ঘটনাস্থলে উদ্বিগ্ন মুখের সারি। প্রিয়জনের ছবি হাতে ছুটোছুটি। কখনও হাসপাতাল, কখনও দুর্ঘটনাস্থল। কেউ নিথর দেহগুলির মধ্যে হন্যে খুঁজছেন স্বজনকে। কারও আশা, হয়তো খোঁজ মিলবে প্রিয়জনের। এদিন সকাল ৭টা থেকে শুরু হয় উদ্ধার কাজ। সময় যত গড়িয়েছে, ততই বেড়েছে উত্কণ্ঠা। জল থেকে একে একে উদ্ধার হয় ৬টি মৃতদেহ। পরিস্থিতির দিকে নজর রাখছে সরকার। এদিন বহরমপুর থেকে ফেরার পথে উদ্ধার কাজ নিয়ে খোঁজ খবর নেন মুখ্যমন্ত্রী। দেন সেতুর অবস্থা খতিয়ে দেখার নির্দেশ। মুখ্যমন্ত্রী বলেছেন, সেতুর অবস্থা খতিয়ে দেখার নির্দেশ দেওয়া হয়েছে। গতি নিয়ন্ত্রণে লাগানো হবে স্পিডব্রেকার। মঙ্গলবার সন্ধেয় পর্যন্ত চলে উদ্ধার কাজ। বুধবার সকাল থেকে ফের শুরু হবে তল্লাশি।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)