এক্সপ্লোর
শিশুদের ঢাল করে ছিনতাইয়ের নয়া চক্রের হদিস দক্ষিণ ২৪ পরগনা লাইনের বিভিন্ন ট্রেনে

দক্ষিণ ২৪ পরগনা: শিশুদের ঢাল করে ছিনতাই কি এখন দক্ষিণ ২৪ পরগনার বিভিন্ন চক্রের নয়া মোডাস অপারেন্ডি? একের পর এক গ্রেফতারি ঘিরে এই প্রশ্নই জোরাল হচ্ছে বিভিন্ন মহলে। কয়েকদিন আগে দক্ষিণ ২৪ পরগনার সুভাষগ্রাম থেকে জিআরপি-র জালে পড়েছে মহিলা ও শিশু সহ ছিনতাইবাজদের গ্যাং। এবার সেই জেলাতেই ফের লোকাল ট্রেনে ছিনতাইয়ের অভিযোগে গ্রেফতার করা হল আর এক মহিলাকে। তাঁর সঙ্গেও ছিল একটি পাঁচ বছরের শিশু। একের পর এক এই ঘটনা দেখে তদন্তকারীদের মনেও প্রশ্ন জাগছে, শিশুদের ঢাল করে হাতসাফাই কি তাহলে এখন ছিনতাইবাজদের নতুন মোডাস অপারেন্ডি? ধৃত মহিলার নাম নীলমণি বেত। বয়স ৩৫। তিনি অন্তঃসত্ত্বা। শিয়ালদা দক্ষিণ শাখার বিভিন্ন লোকাল ট্রেনে ঘুরে ঘুরে তিনি হাতসাফাই করতেন বলে অভিযোগ। পুলিশ সূত্রে দাবি, সমবেদনা আদায়ের জন্যই পাঁচ বছরের শিশুটিকে ঢাল করতেন এই মহিলা। সঙ্গে শিশু দেখলে সকলেই তাঁকে ভিতরে ঢোকার জায়গা করে দিত। তারপর ভিড়ের সুযোগ নিয়ে সেখানে হাত সাফাই করে স্টেশনে নেমে যেতেন তিনি। জিআরপি সূত্রে দাবি, শুক্রবার ট্রেনের মধ্যে ছিনতাইয়ের সময় নীলমণিকে ধরে ফেলেন যাত্রীরা। তাঁর কাছ থেকে চোরাই জিনিসও উদ্ধার হয়েছে। ধৃতকে জেরা করে জানার চেষ্টা চলছে, এই চক্রে আর কারা জড়িত।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















