৪৫ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগ, ভারতী ঘোষ, ২ পুলিশকর্মীর বিরুদ্ধে মামলা রুজুর নির্দেশ আদালতের

কলকাতা ও পশ্চিম মেদিনীপুর: কলকাতায় যখন তাঁর ফ্ল্যাটে সিআইডি তল্লাশি অব্যাহত, তখন ভারতী ঘোষের বিরুদ্ধে ৪৫ লক্ষ টাকা আত্মসাতের চাঞ্চল্যকর অভিযোগে মামলা দায়ের মেদিনীপুরে। ঘটনার সূত্রপাত, ২০১৬ সালের ২৪ সেপ্টেম্বর। উত্তর ২৪ পরগনার স্বরূপনগরের ব্যবসায়ী ইউনুস আলি মণ্ডলের দাবি, ওইদিন তাঁর দাদা গাড়িতে করে ব্যবসার কাজে মেদিনীপুর যাচ্ছিলেন। গাড়িতে ২টি ব্যাগে ছিল ৪৫ লক্ষ টাকা। গভীর রাতে ৬ নম্বর জাতীয় সড়কে দুর্ঘটনায় পড়ে সেই গাড়ি। আহত হন ইউনুসের দাদা ও গাড়ির চালক। খড়গপুর লোকাল থানার পুলিশ তাঁদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। গাড়ি নিয়ে যাওয়া হয় থানায়। তারপর থেকেই আর খোঁজ নেই সেই টাকার। শেষমেশ এদিন মেদিনীপুর আদালতের দ্বারস্থ হন ইউনুস আলি মণ্ডল। অভিযোগ করেন, পশ্চিম মেদিনীপুরের তৎকালীন পুলিশ সুপার ভারতী ঘোষ, খড়গপুর লোকাল থানার এস আই চিরঞ্জিত্ ঘোষ, ওসি রাজশেখর পাইন ও ভারতী ঘোষের তৎকালীন দেহরক্ষী সুজিত মণ্ডলের বিরুদ্ধে। খড়গপুর লোকাল থানাকে আদালতের নির্দেশ, দ্রুত মামলা রুজু করে তদন্ত করতে হবে।





















