এক্সপ্লোর
জোট প্রার্থীর হয়ে প্রচার, ফরাক্কায় আক্রান্ত পার্শ্বশিক্ষক
মুর্শিদাবাদ: ভোটের সময়ে জোট প্রার্থীর হয়ে প্রচার করায় ফরাক্কায় আক্রান্ত এক পার্শ্বশিক্ষক। ঘটনার অভিযোগের তির তৃণমূলের দিকে। ফরাক্কা থানায় লিখিত অভিযোগ দায়ের। অভিযোগ অস্বীকার তৃণমূলের।
বিধানসভা ভোটে জোট প্রার্থীর হয়ে প্রচার করেছিলেন।
এই অপরাধে মুর্শিদাবাদের ফরাক্কায় এক পার্শ্বশিক্ষককে মারধরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে।
নিগৃহীত সামসুল হক ফরাক্কার বেলিয়াগ্রাম গার্লস প্রাথমিক বিদ্যালয়ের পার্শ্বশিক্ষক। এলাকায় তিনি কংগ্রেস সমর্থক বলে পরিচিত।
আক্রান্তের অভিযোগ, শনিবার রাতে বাড়ি ফেরার পথে, ফরাক্কার আছয়া গ্রামে তাঁর পথ আটকায় বেশ কয়েকজন তৃণমূল কর্মী। বাঁশ, লাঠি দিয়ে বেধড়ক মারধর করা হয়।
আক্রান্তের দাবি, ভোটের সময় ফরাক্কায় জোট প্রার্থী হয়ে প্রচার করার জন্যই তাঁকে মারধর করে তৃণমূল কর্মীরা।
আক্রান্ত পার্শ্বশিক্ষক সামসুল হক জানিয়েছেন, আমার রাস্তায় আটকায় তৃণমূলকর্মীরা। বাঁশ, লাঠি দিয়ে বেধড়ক মারধর করে। জোটপ্রার্থীর হয়ে প্রচার করেছিলাম, তাই মেরেছে।
যদিও মারধরের অভিযোগ অস্বীকার করেছে মুর্শিদাবাদ জেলা তৃণমূল সভাপতি মান্নান হোসেনের পাল্টা দাবি, এসব ভিত্তিহীন অভিযোগ।
ঘটনায় ফরাক্কায় থানায় অভিযোগ দায়ের করেছেন আক্রান্ত সামসুল হক।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
শিক্ষা
Advertisement