Petrol Diesel Prices Today: জ্বালানির জ্বালা অব্যাহত, ফের চড়ল পেট্রোল-ডিজেলের দাম
এর আগেই অবশ্য রাজ্যের বেশ কয়েকটি জেলায় পেট্রোলের দাম ১০০ ছুঁয়েছে।
কলকাতা: মাঝে একদিন স্বস্তি দিয়ে ফের চড়ল পেট্রোলের দাম। একইসঙ্গে বেড়েছে ডিজেলের দামও। কলকাতায় পেট্রোলের দাম ১০১ টাকা পার। ডিজেলের দাম ৯৩ টাকা ছুঁইছুঁই। লিটারপ্রতি ৩৯ পয়সা বেড়ে আজ কলকাতায় পেট্রোলের দাম ১০১ টাকা ১ পয়সা। বেড়েছে ডিজেলের দামও। লিটারপ্রতি ৩২ পয়সা বেড়ে কলকাতায় ডিজেলের নতুন দাম ৯২ টাকা ৯৭ পয়সা। এর আগেই অবশ্য রাজ্যের বেশ কয়েকটি জেলায় পেট্রোলের দাম ১০০ ছুঁয়েছে। জ্বালানির দামবৃদ্ধিতে পণ্য পরিবহণের খরচ বেড়ে যাওয়ায় স্বাভাবিক ভাবেই তার প্রভাব পড়তে শুরু করেছে বাজারে। জিনিসপত্রের আগুন দামে মাথায় হাত মধ্যবিত্তের।
পেট্রোলের দামে সর্বকালীন রেকর্ড তৈরি হয়েছে আগেই। শুধু এরাজ্যই নয়, গোটা দেশেই এক পরিস্থিতি। বিশ্ব বাজারে দাম আগের তুলনায় কম হলেও, ভারতে ঊর্ধ্বমুখী পেট্রোপণ্যের দাম। এই অবস্থায়, ত্রাহি ত্রাহি অবস্থা সাধারণ মানুষের। একে একে পশ্চিমবঙ্গের সব জেলায় পেট্রোলের দাম সর্বকালীন রেকর্ড গড়ে ১০০ টাকা পেরিয়ে গেছে।
কার্যত গোটা দেশেই এখন এই অবস্থা। যা কোনওদিন হয়নি এখন তাই হচ্ছে। দিল্লি, মুম্বই, কলকাতা সহ চেন্নাই দেশের চার মেট্রো শহরেই সর্বকালীন রেকর্ড গড়ে পেট্রোল সেঞ্চুরি হাঁকিয়েছে। ডিজেলও সেই রাস্তায় এগোচ্ছে। কিন্তু, বিশ্ব বাজারে দাম আগের তুলনায় কম হওয়া সত্ত্বেও, ভারতে পেট্রেপণ্যের দাম কেন লাগাতার উর্ধ্বমুখী?