(Source: ECI/ABP News/ABP Majha)
নেওড়াভ্যালিতে ফের ক্যামেরা-বন্দি রয়্যাল বেঙ্গল টাইগার
কলকাতা: উত্তরবঙ্গের নেওড়াভ্যালি জাতীয় উদ্যানে ফের দেখা মিলল রয়্যাল বেঙ্গল টাইগারের। এই নিয়ে বাঘের তিনটি ছবি হাতে এল বন দফতরের। নতুন ছবিটি ধরা পড়েছে বুধবার রাতে। বন দফতরের পাতা ক্যামেরা ট্র্যাপে। প্রায় ৪০ বছর পর নেওড়াভ্যালি জাতীয় উদ্যানে পর পর বাঘের দেখা মেলায় উচ্ছ্বসিত বন কর্তারা। ছবিগুলি বিশ্লেষণ করে দেখছেন তাঁরা। দার্জিলিং জেলার কালিম্পং মহকুমার মধ্যে অবস্থিত নেওড়াভ্যালি জাতীয় উদ্যান। বিস্তৃতি ৮৮ বর্গকিলোমিটার। এতদিন রেড পান্ডা–সহ বিভিন্ন বণ্যপ্রাণির দেখা মিললেও দীর্ঘকাল এখানে দেখা যায়নি বাঘ। প্রায় ৪০ বছর ধরে তার অস্তিত্বের কথা শোনা গিয়েছে। কখনও দেখা গিয়েছে পায়ের ছাপ, কখনও মিলেছে অন্য প্রমাণ। কিন্তু তার দেখা পাওয়া যায়নি। সেই রয়্যাল বেঙ্গল টাইগারের প্রথম ছবি তুলেই সবাইকে চমকে দিয়েছেন এক গাড়ি চালক। ছবিটি তোলা ১৯ জানুয়ারি। ওইদিন সকাল পৌনে আটটা নাগাদ গাড়ি নিয়ে সামসিং-র দিকে যাচ্ছিলেন পেডং-এর বাসিন্দা হরকাবাহাদুর ছেত্রী নামে এই চালক। তখনই তাঁর চোখে পড়ে বাঘটি। এরপরই বসানো হয় ক্যামেরা ট্র্যাপ। গত ২৩ জানুয়ারি সেই ট্র্যাপে ধরা পড়ে আরও একটি ছবি। তারপর আবার, ১৫ ফেব্রুয়ারি রাতে। বন দফতরের অনুমান, জঙ্গলে আরও বাঘ আছে। তাদের ছবি তুলতে, বাড়ানো হয়েছে ক্যামেরা ট্র্যাপের সংখ্যা। পাশাপাশি, নিষেধাজ্ঞা জারি করা হয়েছে জঙ্গলে ঢোকায়।