Modi Visva-Bharati convocation LIVE Updates: ‘স্বাধীনতার শতবর্ষে কী হবে বিশ্বভারতীর ২৫ লক্ষ্য?’, বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে মোদি
প্রধানমন্ত্রী বলেন, ‘স্বাধীনতার ৭৫ বছরে বিশ্বভারতীর কর্তব্য দেশকে জাগরিত করা। আগামী ২৫ বছর বিশ্বভারতীর পড়ুয়ারা ভিশন ডকুমেন্ট বানান। স্বাধীনতার শতবর্ষে কী হবে বিশ্বভারতীর ২৫ লক্ষ্য? আশপাশের গ্রামগুলোকে আত্মনির্ভর তৈরি করলে কেমন হয়? সবাইকে আত্মনির্ভর করুন, গ্রামে যা উত্পন্ন হয়, তাকে আন্তর্জাতিক করুন।’

Background
বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়য়ের সমাবর্তনে আজ ভিডিও কনফারেন্সের মাধ্যমে ভাষণ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। সমাবর্তনে উপস্থিত রয়েছেন রাজ্যপাল জগদীপ ধনকড়। সমাবর্তনে ২ হাজার ৫৩৫ জন পড়ুয়াকে ডিগ্রি প্রদান করা হচ্ছে।
Modi Visva-Bharati LIVE: ‘স্বাধীনতার শতবর্ষে কী হবে বিশ্বভারতীর ২৫ লক্ষ্য?’, বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে মোদি
বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে বক্তব্য পেশ করছেন নরেন্দ্র মোদি। প্রধানমন্ত্রী বলেন, ‘স্বাধীনতার ৭৫ বছরে বিশ্বভারতীর কর্তব্য দেশকে জাগরিত করা। আগামী ২৫ বছর বিশ্বভারতীর পড়ুয়ারা ভিশন ডকুমেন্ট বানান। স্বাধীনতার শতবর্ষে কী হবে বিশ্বভারতীর ২৫ লক্ষ্য? আশপাশের গ্রামগুলোকে আত্মনির্ভর তৈরি করলে কেমন হয়? সবাইকে আত্মনির্ভর করুন, গ্রামে যা উত্পন্ন হয়, তাকে আন্তর্জাতিক করুন।’
Modi Visva-Bharati LIVE: ‘বিশ্বভারতীতে গুরুদেবের শিক্ষানীতি, ভারতকে আধুনিক বানিয়েছে’, বিশ্বভারতীর সমাবর্তনে মোদি
বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে বক্তব্য পেশ করছেন নরেন্দ্র মোদি। প্রধানমন্ত্রী বলেন, ‘ভারতের বর্তমান শিক্ষানীতি পড়ুয়াদের স্বাধীনতা দিচ্ছে। আত্মনির্ভর ভারত গড়ে তুলতে নতুন শিক্ষানীতি জরুরি। নতুন গবেষণার জন্য আগামী ৫ বছর ৫০ হাজার কোটি বরাদ্দের প্রস্তাব। ষষ্ঠ শ্রেণি থেকে কারিগরি শিক্ষায় সামিল করা হবে ছাত্রীদেরও। ডিগ্রি কোর্স থেকে বিরতি নেওয়ারও স্বাধীনতা থাকছে।’






















