সুন্দরবনের জঙ্গলে বাংলাদেশি জলদস্যু-পুলিশ গুলির লড়াই, উদ্ধার অস্ত্র, নৌকা, গ্রেফতার ৪
দক্ষিণ ২৪ পরগনা: সুন্দরবনে বাংলাদেশি জলদস্যুদের সঙ্গে পুলিশের গুলির লড়াই। গ্রেফতার ৪, পলাতক কয়েক জন। উদ্ধার পাইপগান, গুলি। মিলল হানাদারি দেওয়ার নৌকাও। শুক্রবার ভোরের আলো ফোটার আগে এই ঘটনা ঘটেছে, দক্ষিণ ২৪ পরগনার সুন্দরবনের পিরখালির চার নম্বর জঙ্গলে। পুলিশ সূত্রে খবর, মৎস্যজীবীদের নৌকায় চড়ে ম্যানগ্রোভ অরণ্যে লুকিয়ে আছে বাংলাদেশি জলদস্যুরা। গোপন সূত্রে খবর পেয়ে অভিযানে নামে পুলিশ। স্থানীয় থানার পুলিশ ও স্পেশাল অপারেশন গ্রুপের সদস্যরা এলাকায় পৌঁছতেই শুরু হয় গুলির লড়াই। পুলিশের গুলির মুখে পড়ে অন্ধকারের সুযোগে পালিয়ে যায় কয়েকজন জলদস্যু। গ্রেফতার করা হয় চারজনকে। ধৃতরা হল হাবিবুর ঢালি, হাবিবুল্লা বাহার, সাহেব আলি গাজি ও মহম্মদ বিলাল হোসেন। ধৃতরা বাংলাদেশের সাতক্ষীরা ও খুলনার বাসিন্দা। পুলিশের দাবি, ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে বেশ কিছু পাইপগান, গুলি ও খালি কার্তুজ এবং একটি নৌকা।