ভাঙড়ের রাস্তায় খাকি উর্দি ঘিরে বিতর্ক, সাফাই পুলিশের
ভাঙড়: মঙ্গলবারের যুদ্ধের পর বুধবারও থমথমে ভাঙড়! আর তাতেই ঘৃতাহুতি দিয়েছে পুলিশের খাকি পোশাক। গ্রামবাসীদের অভিযোগ, পুলিশের পোশাকে এসেছিল বহিরাগতরা। পুলিশের পোশাকে দুষ্কৃতীরা ঢুকে মঙ্গলবার হামলা চালিয়েছে ভাঙরের বিভিন্ন গ্রামে! তাঁদের দাবি, কৃষিজমির পাশাপাশি আমবাগান, রাস্তা এবং মাঠ থেকেও পুলিশের উর্দি, জুতো, হেলমেট পাওয়া গিয়েছে। যদিও, গ্রামবাসীদের অপর একটি অংশ আবার অন্য কথা বলছে। তাঁদের দাবি, মঙ্গলবার গ্রামবাসীরা যখন পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল ছুড়ছে, তখন প্রাণে বাঁচতে কয়েকজন মহিলা পুলিশকর্মী এসে তাঁদের কাছে সাহায্য চান। এক মহিলা জানান, মহিলা পুলিশকর্মীরা হাতজোড় করে সাহায্য চায়। শাড়ি সালোয়ার কামিজ দিই। সেগুলো পরে উর্দি ফেলে চলে যায়। পুলিশকর্তাদেরও আরও দাবি, পাওয়ার গ্রিডের প্রকল্পের নিরাপত্তার জন্য ওই এলাকায় কয়েকজন পুলিশকর্মী থাকতেন। ঝামেলার সময় তাড়াহুড়ো করে তাঁরা বেরিয়ে পড়েন। গন্ডগোলের মধ্যে তাঁরা আর সেই উর্দি পড়ার সুযোগ পাননি। সাধারণ পোশাকেই বেরিয়ে পড়েন। গ্রামবাসীরা সেই উর্দিই পেয়েছেন।