এক্সপ্লোর
Advertisement
বিরোধী দলগুলিকে কালিমালিপ্ত করার জন্য বিজেপি-র রাজনৈতিক প্রতিহিংসা, তোপ মমতার
কলকাতা ও জলপাইগুড়ি: স্বরাজ ইন্ডিয়া দলের প্রধান যোগেন্দ্র যাদবের বোনের হাসপাতালে আয়কর হানার নিন্দা করে বিজেপি-কে তোপ দাগলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি ট্যুইট করে বলেছেন, ‘২০১৯-এর নির্বাচন আসছে। বিরোধী কণ্ঠ স্তব্ধ করার জন্য এজেন্সিগুলিকে কাজে লাগাচ্ছে বিজেপি। প্রকাশ্যে রাজনৈতিক প্রতিহিংসা দেখা যাচ্ছে। যোগেন্দ্র যাদবের পরিবারের উপর আয়কর হানার কড়া নিন্দা করছি।’
2019 elections are coming. #BJP using the agencies to silence Opposition voices and openly doing political vendetta. Strongly condemn the IT raid on @_YogendraYadav Ji's family
— Mamata Banerjee (@MamataOfficial) July 12, 2018
সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় মমতা আরও বলেছেন, ‘একটি শাসক দল বিরোধী দলগুলির বদনাম করার জন্য রাজনৈতিক প্রতিহিংসা শুরু করেছে। তারা বিরোধী দলগুলির কণ্ঠরোধ করতে চায়। স্বরাজ ইন্ডিয়ার প্রতিষ্ঠাতা যোগেন্দ্র যাদবও বিজেপি-র শিকার।’
গতকাল হরিয়ানার রেওয়ারিতে যোগেন্দ্রর বোনের মালিকানাধীন হাসপাতালে যান আয়কর বিভাগের আধিকারিকরা। ওই হাসপাতালের বিরুদ্ধে পিএনবি জালিয়াতিতে অভিযুক্ত নীরব মোদীকে গয়না কেনার জন্য টাকা দেওয়ার অভিযোগ রয়েছে। এই হাসপাতাল থেকে ২২ লক্ষ টাকা বাজেয়াপ্ত করেছে আয়কর বিভাগ। যোগেন্দ্রর অবশ্য অভিযোগ, তিনি রেওয়ারিতে মদের দোকানের বিরোধিতা এবং ফসলের ন্যায্য দামের দাবিতে পদযাত্রা শুরু করায় কণ্ঠরোধ করার জন্য ভয় দেখানোর লক্ষ্যে হাসপাতালে হানা দিয়েছে আয়কর বিভাগ।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
খবর
জেলার
খবর
Advertisement