Purba Medinipur: পঞ্চায়েতের বিজেপি সদস্যের গ্রামের সরকারি সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ, তুঙ্গে রাজনৈতিক তরজা
গ্রামবাসীদের কথায়, রাতে বা দিনে গ্রামের কোনো মানুষ অসুস্থ হয়ে পড়লে কোনও গাড়ি যেতে বা আসতে চায় না, কারণ রাস্তার মাঝে এতো বড় বড় গর্ত তৈরি হয়েছে।
ঋত্বিক প্রধান, পূর্ব মেদিনীপুর : পঞ্চায়েতের বিজেপি সদস্যের গ্রাম হওয়ায় সমস্ত সরকারি সুযোগ সুবিধা থেকে বঞ্চিত বড় নিহারি গ্রাম গ্রামবাসীরা, এমনই অভিযোগ উঠেছে পূর্ব মেদিনীপুরের তৃণমূল পরিচালিত ছত্রি গ্রাম পঞ্চায়েতের বিরুদ্ধে। যদিও অভিযোগ পুরোপুরি অস্বীকার করেছে তৃণমূল নেতৃত্ব। অভিযোগ, সমস্তরকম সরকারি সুযোগ সুবিধা থেকে বঞ্চিত পূর্ব মেদিনীপুরের ছত্রি গ্রাম পঞ্চায়েতের, বড় নিহারি গ্রাম। আবেদন জানানো সত্ত্বেও সরকারি প্রকল্পে বহু গ্রামবাসী বাড়ি না পাওয়া, এলাকায় নেই পানীয় জলের ব্যবস্থা না থাকা, এমনকি রাস্তাঘাট না সারানোর অভিযোগ। আর এসবেরই কারণ রাজনৈতিক তরজা পৌঁছেছে চরমে। সরকারি সুযোগ সুবিধা না পাওয়ার কথা স্বীকার করে নিয়েছেন গ্রামবাসীরা। তাদের কথায়, রাতে বা দিনে গ্রামের কোনো মানুষ অসুস্থ হয়ে পড়লে কোনও গাড়ি যেতে বা আসতে চায় না, কারণ রাস্তার মাঝে এতো বড় বড় গর্ত তৈরি হয়েছে কোনও রিক্সা, টোটো, অটো বা গাড়ির চাকা ঢুকে গেলে উল্টে পড়ে যাওয়া ছাড়া আর কোনো রাস্তা নেই, এই কারনে ছোটো যানবাহন সব বন্ধ পায়ে হেঁটে যাতায়াত।
গেরুয়া শিবিরের অভিযোগ, বঞ্চিত হওয়ার একটাই কারণ, এই গ্রামেই বাড়ি তৃণমূল পরিচালিত পঞ্চায়েতের একমাত্র বিজেপি সদস্যার। তাই গ্রামে হয় না উন্নয়ন। পূর্ব মেদিনীপুরের ছত্রি গ্রাম পঞ্চায়েতের সদস্যা তথা বিজেপি নেত্রী শম্পা সাউ বলেছেন, 'এই বুথ এলাকার বিভিন্ন কাজের লিখিত আবেদন করলে প্রধান জানান সময় হলে স্কিম পাশ করানো হবে, আবার কখনো কখনো বলা হয় এখন এই স্কিম বন্ধ আছে পরে জানো হবে আবার কখনো বলেন কাগজ হারিয়ে গেছে।' যদিও তৃণমূল এই অভিযোগ মানতে নারাজ। এগরার তৃণমূল বিধায়ক তরুণকুমার মাইতি বলেছেন, 'রাজনীতি করার জন্য করেছেন। গ্রাম পঞ্চায়েতে গেছি। সব সদস্যকে নিয়ে মিটিং করেছি। ডেভেলপমেন্ট ওয়ার্ক নিয়ে ডিসকাস করেছি। তখন কিছু বলেনি কেন।' যদিও অভিযোগ নিয়ে কোনও মন্তব্য করতে চাননি তৃণমূল পরিচালিত ছত্রি গ্রাম পঞ্চায়েতের প্রধান।