এক্সপ্লোর
Advertisement
বর্ষা ‘কেড়েছে’ উত্তর, নিম্নচাপের আশায় বষ্টি-ঘাটতির দক্ষিণবঙ্গ
কলকাতা: সাধারণত দক্ষিণবঙ্গের তুলনায় প্রায় আড়াই গুণ বেশি বৃষ্টি পায় উত্তরবঙ্গ। কিন্তু এবার বর্ষাও সেখানে যেন আমরা-ওরা জুড়ে দিয়েছে!
উত্তরবঙ্গের ওপর থাকা মৌসুমি অক্ষরেখা গত কয়েকদিন ধরে টেনে নিয়ে গিয়েছে দক্ষিণবঙ্গের সমস্ত জলীয় বাষ্প। এর জেরেই বর্ষার প্রথম মাসে দক্ষিণবঙ্গে বৃষ্টির ঘাটতি দেখা দিয়েছে।
এই মুহূর্তে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বৃষ্টির ঘাটতি চলছে। এর মধ্যে সবচেয়ে বেশি ঘাটতি রয়েছে দক্ষিণ ২৪ পরগনা। ঘাটতি তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে কলকাতা।
২২ জুন শেষ হওয়া সাপ্তাহিক রিপোর্ট অনুযায়ী, দক্ষিণ ২৪ পরগনায় বৃষ্টির ঘাটতি ৮৮ শতাংশ, কলকাতায় ৮১ শতাংশ। আগামী সপ্তাহের রিপোর্টে এই ঘাটতির পরিমাণ আরও বাড়বে বলে পূর্বাভাস।
তবে বর্ষার এই ছবি দেখে এখনই হতাশ হতে নারাজ আলিপুর আবহাওয়া দফতর। তাদের আশা, বঙ্গোপসাগরে পরপর দু-একটি নিম্নচাপ তৈরি হলেই বদলে যাবে পরিস্থিতি। সেক্ষেত্রে স্লগ ওভারে ঝোড়ো ব্যাটিং করে ঘাটতি পুষিয়ে দেবে বৃষ্টি।
তুলনামূলকভাবে উত্তরবঙ্গে এখনও পর্যন্ত অতিবৃষ্টি চলছে। আলিপুর আবহাওয়া দফতরের হিসেব অনুযায়ী, এখনও পর্যন্ত সেখানে বৃষ্টি হয়েছে ৩৫% বেশি।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
জেলার
Advertisement