এক্সপ্লোর
Advertisement
ডুয়ার্সের বীরপাড়ায় গুরুঙের হুঙ্কার, সুকনায় পাল্টা হুঁশিয়ারি বিনয়ের
Bimal Gurung vs Binay Tamang: পাহাড়ের রাশ কার হাতে? জোর টক্কর যে হতে চলেছে সমতল থেকে তার বার্তা দিলেন দুই প্রতিদ্বন্দ্বী।
শিলিগুড়ি: ডুয়ার্সের বীরপাড়ায় গুরুঙের হুঙ্কার, সুকনায় পাল্টা হুঁশিয়ারি বিনয়ের। পাহাড়ের রাশ কার হাতে? জোর টক্কর যে হতে চলেছে সমতল থেকে তার বার্তা দিলেন দুই প্রতিদ্বন্দ্বী। বিজেপিকে ফের আক্রমণ গুরুঙের। পাহাড় সমস্যার সমাধান নিয়ে রাজ্যকে প্রচ্ছন্ন হুঁশিয়ারি বিনয়ের।
শিলিগুড়িতে শক্তি প্রদর্শনের পর ডুয়ার্সের বীরপাড়ার সভা থেকে বিনয় তামাংদের তীব্র আক্রমণ করলেন বিমল গুরুং। তরাইয়ের সুকনা থেকে পাল্টা বিনয় তামাঙ দাবি করলেন পাহাড়ে গুরুঙ অপ্রাসঙ্গিক।
সাড়ে তিন বছর পর রবিবার আলিপুরদুয়ারের বীরপাড়ায় সভা করেন বিমল গুরুং। সেখান থেকে ১১৮ কিলোমিটার দূরের সুকনার সভায় পাল্টা হুঙ্কার দেন জিটিএর প্রাক্তন চেয়ারম্যান বিনয়। এদিন যেখানে গুরুঙের সভা হয় সেই মাদারিহাটে। গত বিধানসভা ভোটে গুরুংয়ের সমর্থনে জেতে বিজেপি। আর এদিন বিজেপির গড়ে দাঁড়িয়ে আরও একবার গেরুয়া শিবিরকে নিশানা করে তৃণমূলকে জেতানোর ডাক দেন গুরুঙ। তিনি বলেন, ‘গোর্খাদের ব্যবহার করেছে বিজেপি। দাঙ্গাবাজ বিজেপিকে একটাও ভোট দেবেন না, তৃণমূলের সঙ্গে জোট বেঁধে লড়াই করবে গোর্খা জনমুক্তি মোর্চা।’
তাৎপর্যপূর্ণভাবে এদিন পাহাড় সমস্যা সমাধান নিয়ে রাজ্যকে প্রচ্ছন্ন হুঁশিয়ারির সুর ছিল বিনয়ের গলায়। তিনি বলেন, ‘৬ মাস হতে রয়েছে, রাজ্য সরকারকে ভাবতে হবে, নির্বাচনে কী হবে তা সময় বলবে, মুখ্যমন্ত্রী ও কেন্দ্রের কাছে আবেদন নির্বাচনের মধ্যে পাহাড় সমস্যার সমাধান করতে হবে।’
মিছিল, মিটিংয়ের পর জনসভা পাল্টা জনসভা। আগামী সপ্তাহে পাহাড়ে যাচ্ছেন গুরুঙ। বিনয়ের সঙ্গে তাঁর দ্বৈরথ ঘিরে শীতের পাহাড়ে চড়ছে পারদ।
কয়েকদিন আগেই শিলিগুড়িতে সভা করেন গুরুঙ। সেই সভায় 'আগামী এক সপ্তাহের মধ্যে তিনি পাহাড়ে সভা করবেন।' সেই ঘোষণার পর আজ বীরপাড়ায় সভা করলেন তিনি। যদিও বিনয়পন্থীরা এই সভাকে গুরুত্ব দিতে নারাজ।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
ক্রিকেট
খবর
ক্রিকেট
Advertisement