এক্সপ্লোর
Advertisement
সাগর ঘোষ হত্যা মামলায় দোষী ২ জনের যাবজ্জীবন
সিউড়ি: বীরভূমের সাগর ঘোষ হত্যা মামলার ২ অপরাধী, তৃণমূলকর্মী সুব্রত রায় ও ভগীরথ ঘোষকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিল সিউড়ি জেলা আদালত। তাদের ১ লক্ষ টাকা করে জরিমানাও করা হয়েছে। গতকাল আদালত সুব্রত ও ভগীরথকে খুন ও অস্ত্র আইনে দোষী সাব্যস্ত করে।
আদালতে দাঁড়িয়ে নিজেদের নির্দোষ বলে দাবি করে দুই তৃণমূলকর্মী। কিন্তু তাদের দাবি ধোপে টেকেনি। উপযুক্ত তথ্যপ্রমাণের অভাবে মামলার বাকি ৬ অভিযুক্ত শেখ আসগর, জলধর দাস, শেখ মুস্তাফা, জগন্নাথ দাস, প্রিয় মুখোপাধ্যায় ও শেখ ইউনুসকে বেকসুর খালাসের নির্দেশ দেন বিচারক পার্থসারথি সেন।
গত পঞ্চায়েত ভোটের সময় ২০১৩ সালের ২১ জুলাই পাড়ুইয়ে তৎকালীন বিক্ষুব্ধ তৃণমূল নেতা ও পঞ্চায়েত ভোটে নির্দল প্রার্থী হৃদয় ঘোষের বাড়িতে হামলা হয়৷ গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয় হৃদয় ঘোষের বাবা সাগর ঘোষের৷ হাইকোর্টের নির্দেশে ২০১৪ সালে সিট গঠন করে তদন্ত শুরু হয়। সিটের তদন্তে অনাস্থা প্রকাশ করে সিবিআই তদন্তের দাবি জানায় নিহত সাগর ঘোষের পরিবার। ২০১৫-র ৭ অগাস্ট সুপ্রিম কোর্টে হলফনামা জমা দিয়ে সিবিআই তদন্তের দাবিতে মামলা প্রত্যাহার করে নেন মৃতের ছেলে হৃদয় ঘোষ।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
আইপিএল
জেলার
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
Advertisement