আপার প্রাইমারি চাকরিপ্রার্থীদের জন্য সুখবর, সোমবার সন্ধেয় চোখ রাখুন কমিশনের ওয়েবসাইটে
কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট www.westbegalssc.com-এ প্রার্থীরা ইন্টারভিউ লিস্ট দেখতে পাবেন
কলকাতা: আপার প্রাইমারি স্তরে শিক্ষক নিয়োগ ইন্টারভিউ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করল স্কুল সার্ভিস কমিশন। জানানো হয়েছে, আগামী ২১ জুন অর্থাৎ সোমবার সন্ধে থেকে কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট www.westbegalssc.com-এ প্রার্থীরা ইন্টারভিউ লিস্ট দেখতে পাবেন। ইন্টারভিউ-এ কারা ডাক পাচ্ছেন তা জানা যাবে ওই দিনই। শনিবার বিজ্ঞপ্তি প্রকাশ করে এমনটাই ঘোষণা করেছে কমিশন।
২০১৬ সাল থেকে চলা আপার প্রাইমারি নিয়োগ প্রক্রিয়া নিয়ে একাধিক অভিযোগ ওঠে। নিয়োগ তালিকায় অসংগতির অভিযোগে গতবছর হাইকোর্টে মামলা করেন বেশ কয়েকজন প্রার্থী। মামলকারীদের আইনজীবী দিব্যেন্দু চট্টোপাধ্যায় আদালতে দাবি করেন, নিয়োগ তালিকা অস্বচ্ছ। প্রশিক্ষণহীন প্রার্থীরাও সুযোগ পেয়ে গিয়েছেন। বঞ্চিত হয়েছেন যোগ্যরা।
গত ১১ ডিসেম্বর মামলার ভিত্তিতে ২০১৬ সাল থেকে চলা আপার প্রাইমারী নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ খারিজ করে দেয় কলকাতা হাইকোর্ট। পাশাপাশি পুনরায় নতুন করে ভেরিফিকেশন-সহ যাবতীয় প্রক্রিয়া শুরু করতে নির্দেশ দেওয়া হয়। বেঁধে দেওয়া হয় প্রক্রিয়া শেষের সময়সীমাও।
আদালতের নির্দেশ মতো গত ৪ জানু়য়ারি থেকে নতুন করে শুরু হয় ভেরিফিকেশন। ১০ মে-র আগে ইন্টারভিউ লিস্ট প্রকাশ ও ৩১ জুলাই-এর মধ্যে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার নির্দেশ দেয় আদালত। আর আজ সেই বিজ্ঞপ্তিই জারি করল কমিশন।
উল্লেখ্য, ইন্টারভিউয়ের এই লিস্ট প্রকাশের জন্য আদালতে অতিরিক্ত চার সপ্তাহ সময় বৃদ্ধির আবেদন জানিয়েছিল স্কুল সার্ভিস কমিশন। চাকরিপ্রার্থীদের অভিযোগ ছিল সময় পেরিয়ে গেলেও তালিকা প্রকাশ সংক্রান্ত কোনও নির্দেশ তাঁদের কাছে এসে পৌঁছয়নি। যা নিয়ে চরম অনিশ্চয়তায় ছিলেন প্রার্থীরা। তবে এবার কমিশনের প্রকাশিত এই বিজ্ঞপ্তি খানিকটা স্বস্তি দিচ্ছে প্রার্থীদের।
২০১৬ সালের ফেব্রুয়ারিতে এসএসসি-তে কর্মশিক্ষা ও শারীরশিক্ষা বিভাগে শূন্যপদে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়। ২০১৭ সালে পদের জন্য হয় নিয়োগ পরীক্ষা। পরের বছর অর্থাত্ ২০১৮ সালে প্রকাশিত হয় চূড়ান্ত মেধাতালিকা। গত বছরের শুরু থেকে শুরু হয় শিক্ষক নিয়োগের প্রক্রিয়া।
প্রথম পর্যায়ে শিক্ষক নিয়োগ চলাকালীন কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন বেশ কয়েকজন চাকরিপ্রার্থী। প্যানেলে একাধিক অসংগতি ছিল বলে অভিযোগ করেন তাঁরা।