Kolkata News: শিল্পপতির বাড়ি থেকে হীরের আংটি, নেকলেস উধাও ! কলকাতা পুলিশের জালে ১১জন
ABP Ananda Live: চেতলার শিল্পপতির বাড়িতে ৭০ লক্ষের হিরে, সোনার গয়না চুরি! হিরে-সোনা-রূপোর গয়না চুরি, কলকাতা পুলিশের জালে ১১জন। ২৭ ডিসেম্বর শিল্পপতির বাড়ি থেকে হীরের আংটি, নেকলেস উধাও। শিল্পপতির বাড়ি থেকে সোনা-রূপোর গয়নাও চুরির অভিযোগ। আয়া, রাঁধুনি-সহ ৬জন গ্রেফতার, জেরায় আরও ৫জনের হদিশ। ধৃতরা সবাই একটি সংস্থার, নেপথ্যে বড় চক্র বলে সন্দেহ পুলিশের।
আরও খবর...
বছর শেষে বাড়ি ফিরছে জিনত, আজই ওড়িশা রওনা। আলিপুর পশু হাসপাতালে চিকিৎসার পর সম্পূর্ণ সুস্থ বাঘিনী। আজই ওড়িশার সিমলিপাল রওনা জিনতের। ৯ দিন জঙ্গল সাফারির পর বাঁকুড়ার গোঁসাইডিহিতে ধরা পড়ে বাঘিনী।
দিল্লিতে কাজ করা বাংলাদেশিদের চিহ্নিত করতে কোচবিহারের দিনহাটায় দিল্লি পুলিশের দল। নাজিরহাট ২ গ্রাম পঞ্চায়েতের ভারত বাংলাদেশ সীমান্তবর্তী গ্রামে দিল্লি পুলিশের দল। কয়েকজন গ্রামবাসীর সঙ্গে দেখা করে তাঁদের পরিচয়পত্র পরীক্ষা করেছে দিল্লি পুলিশের টিম। দিল্লিতে বসবাস করা কয়েকজন এই গ্রামেরই বাসিন্দা কি না, তা যাচাই করতে গ্রামে আসে পুলিশের টিম। এর আগে দিল্লি থেকে ১৫ জন বাংলাদেশিকে গ্রেফতার করে সীমান্তের ওপারে পাঠানো হয়।