এক্সপ্লোর
ডাউন লক্ষ্মীকান্তপুর লোকালে আটকে গেল স্কুটার, ট্রেন চলাচল ব্যহত

সোনারপুর: শিয়ালদা দক্ষিণ শাখায় ডাউন লক্ষ্মীকান্তপুর লোকালে আটকে গেল স্কুটার। এর জেরে ব্যাহত ট্রেন চলাচল। মঙ্গলবার রাত ১২টা নাগাদ ডাউন লক্ষ্মীকান্তপুর লোকাল নরেন্দ্রপুর স্টেশনে ঢোকার সময় স্কুটার নিয়ে লাইন পার হচ্ছিলেন দুই ব্যক্তি। ট্রেন কাছে এসে পড়ায়, দুজন লাইন থেকে সরে যান। এরপরই ট্রেনের সামনে লাগানো জালে আটকে যায় স্কুটারটি। চালকের নজরে আসায়, সেটিকে সরানোর চেষ্টা করেন রেলকর্মীরা। সম্ভব না হওয়ায়, ট্রেনটিকে নিয়ে যাওয়া হয় সোনারপুর স্টেশনে। সেখানে যাত্রীদের নামিয়ে অন্য একটি ট্রেনে গন্তব্যে পাঠানো হয়। ঘটনার জেরে ঘণ্টাদেড়েক ট্রেন চলাচল ব্যাহত হয়।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















