ভবানীপুরের পরিত্যক্ত দোকান থেকে কঙ্কাল উদ্ধার
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় ভবানীপুর থানার পুলিস।

কলকাতা: ভবানীপুরের পরিত্যক্ত একটি দোকান থেকে কঙ্কাল উদ্ধার। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় ভবানীপুর থানার পুলিস।
উদ্ধার হওয়া কঙ্কালটি পুরুষ না মহিলার? তা এখনও স্পষ্ট নয়। ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে কঙ্কালটিকে। রিপোর্ট হাতে এলেই বোঝা যাবে কঙ্কালটি কার।
প্রাথমিকভাবে পুলিস জানিয়েছে, কঙ্কালটি ৩-৪ বছরের পুরনো বলে সন্দেহ করছেন তদন্তকারীরা। তবে ১৫ বছর ধরে বন্ধ রয়েছে এই দোকানটি। সেখানে কী করে ৩-৪ বছরের পুরনো কঙ্কালটি এল এবং পড়েও রইল তা নিয়ে ধোঁয়াশায় রয়েছেন তদন্তকারীরা। পরিত্যক্ত দোকানে কঙ্কাল নিয়ে ইতিমধ্যেই বাড়ছে রহস্য। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
ঠিক কী হয়েছিল? স্থানীয়রা জানাচ্ছেন, আজ বৃহস্পতিবার দুপুর ৩টে নাগাদ সেই দোকানের ভিতরে এক ব্যক্তি ঢোকেন। দোকানে ঢুকেই তিনি সেই কঙ্কাল দেখতে পান। বাইরে এসে চিৎকার শুরু করেন তিনি। এরপরেই খবর যায় ভবানীপুর থানায়। পুলিশ এসে কঙ্কালটি উদ্ধার করে নিয়ে যায়।
সম্প্রতি চোপড়াতেও শুকিয়ে যাওয়া পুকুর থেকে একটি কঙ্কাল উদ্ধার হয়। ঘটনায় চাঞ্চল্য ছড়ায় এলাকায়। স্থানীয় সূত্রে খবর, গত রবিবার সকালে স্থানীয়দের নজরে আসে ওই কঙ্কাল। ঘটনাটি ঘটেছে ইসলামপুর থানা আওতায় রামগঞ্জ পুলিশ ফাঁড়ির এলাকার বিলাসী গ্রামে।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
