Soumitra Khan: সোশাল মিডিয়ায় দলের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা, ক্ষমা চাইলেন সৌমিত্র খাঁ
যুব মোর্চার বৈঠকে দিলীপ ঘোষের সামনে ক্ষমা চাইলেন বিজেপি সাংসদ।
কলকাতা: সোশাল মিডিয়ায় দলের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করায় ক্ষমা চাইলেন সৌমিত্র খাঁ। এদিন যুব মোর্চার বৈঠক ছিল। আর ওই বৈঠকে দিলীপ ঘোষের সামনে ক্ষমা চাইলেন বিজেপি সাংসদ। বৈঠক চলাকালীন তিনি বলেন, সোশাল মিডিয়ায় দলবিরোধী কথা বলেছিলাম। তা ঠিক হয়নি। এরজন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। যুব মোর্চার জন্য সর্বস্ব দেব। মানুষ দেখবে আন্দোলন কাকে বলে। দলের অভ্যন্তরীণ সার্কাস বলে কটাক্ষ কুণাল ঘোষের।
উল্লেখ্য, অগাস্টে কলকাতা চলো অভিযান ও ডিএম অফিস ঘেরাওয়ের ডাক দিয়েছেন সৌমিত্র খাঁ। এদিন তিনি বলেন, "নিজের কাজের জন্য আমি দুঃখিত। অগাস্ট বিপ্লব হবে। অগাস্ট মাস থেকে কেমন আন্দোলন হয় দেখিয়ে দেব।" সৌমিত্র খাঁয়ের মন্তব্য প্রসঙ্গে বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেন, অনেক দলের মধ্যে অনেক প্রত্যাশা করেন। সেটা না হলে, ক্ষোভ প্রকাশ করেন। কিন্তু সেটা অন্যায় নয়। তবে এর সীমা থাকা উচিত। সৌমিত্র আবেগপ্রবণ, তাই তখন বলে ফেলেছিল।
কী বলেছিলেন সৌমিত্র খাঁ?
গত ৭ জুলাই ফেসবুক পোস্টে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সহ দলের রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে নিশানা করেন সৌমিত্র খাঁ। ফেসবুকে পোস্ট করে সৌমিত্র খাঁ বলেন, আমি কখনও ঘরের লোকের জন্য কিছু চাই নি। যা ভুল হবে, তা সবসময় তুলে ধরব। কখনও স্বার্থ নিয়ে তৃণমূল করিনি, বিজেপিতেও নিঃস্বার্থভাবে কাজ করছি। আমি নিজের স্বার্থে বিজেপিতে যোগদান করিনি। বিজেপি হিসেবে জীবন দিয়ে লড়ব। নাম না করে শুভেন্দু অধিকারির উদ্দেশে তিনি বলেন, “বিরোধী দলনেতাকে বলব আয়নাতে মুখ দেখতে। কেন্দ্রীয় নেতৃত্বকে ভুল বোঝাবেন না। এতে আমরা সবাই মর্মাহত।“ একইসঙ্গে কটাক্ষ করেন দিলীপ ঘোষকে। বলেন, "আমাদের দলের সভাপতি অর্ধেকটা বোঝেন, অর্ধেকটা বোঝেন না।"
এই পোস্টের তিন সপ্তাহের মধ্যেই সুর বদল সৌমিত্র খাঁয়ের। এই নিয়ে কটাক্ষ করেছেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। তিনি বলেন, “এটা দলের অভ্যন্তরীণ সার্কাস, পর্ব এক ভোটের আগে, পর্ব ২ ভোটের পর, এরা কে বা কার সঙ্গে কবে ভাব করে, কখন বিদ্রোহ করে, অস্বস্তিরক্ষার লড়াই নিজেদের দলের মধ্যে।“