Mamata on Yaas Cyclone : ইয়াস বিপর্যয়ের রেশ কাটার আগেই আসছে আরও বড় দুটো বান, জানালেন আশঙ্কিত মুখ্যমন্ত্রী
মুখ্যমন্ত্রীর সতর্কবার্তা, ১১তারিখ বড় একটা বান আছে। যা করার সময় মতো করো। ২৬ তারিখের বানটা আরও বড় হতে পারে। জল বেরোতে অনেক সময় লাগবে।
হাওড়া : ইয়াসের তাণ্ডবের রেশ এখনও দগদগে। ঘূর্ণিঝড়ের সঙ্গে ভরাকটালের জোড়া আঘাত বঙ্গের উপকূলবর্তী জেলাগুলিতে গভীর ক্ষত তৈরি করেছে। এর মাঝেই চলতি মাসে আরও দুটো বড় বান আসছে। এমনিতেই জলস্তর কমেনি অনেক জায়গাতেই, তার মাঝে আরও দুটো বানের জেরে অবস্থার অবনতি হতে পারে বলেই আশঙ্কা প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি আগামী দিনে 'প্রকৃতি রোষ থেকে বাঁচতে প্রকৃতির সাহায্য' নেওয়ার কথা বলে রাজ্যের পরবর্তী পরিকল্পনার কথাও সোমবার নবান্ন থেকে জানিয়েছেন তিনি।
এদিন সাংবাদিক বৈঠকের মাঝেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিভিন্ন আমলা ও দফতরের আধিকারিকদের উদ্দেশে বার্তা, '১১তারিখ বড় একটা বান আছে। যা করার সময় মতো করো। ২৬ তারিখের বানটা আরও বড় হতে পারে। জল বেরোতে অনেক সময় লাগবে। এমনিতেই ১১ তারিখ বান আসছে।
জলের ওপর জল জমবে। অনেক জায়গায় টিউবয়েল খারাপ। তাই উচুঁ জায়গায় টিউবওয়েল তৈরি করতে হবে। ইটভাটা প্রতি ৫ হাজার সাহায্য করতে হবে। ১০০ দিনের কাজ বাড়াতে হবে। নিম্নচাপ সৃষ্টি হবে, বানের সঙ্গে। সেই কথা মাথায় রেখে ১০ জুনের মধ্যে সব কাজ শেষ করতে হবে।' সেচমন্ত্রককে ডিভিসির সঙ্গে সমন্বয় সাধন করে বেশি জল ছাড়া আটকানোর বিষয়টিও নিশ্চিত করার পরামর্শ দিয়েছেন তিনি।
ইয়াসের জেরে দুই ২৪ পরগণা ও পূর্ব মেদিনীপুর এই তিন উপকূলবর্তী জেলা সবথেকে বেশি ক্ষতিগ্রস্থ হয়েছে। সোমবারই ৭ সদস্যের কেন্দ্রীয় দল ইয়াসের জেরে ক্ষয়ক্ষতি ও পরবর্তী অবস্থা দেখতে বিভিন্ন এলাকায় গিয়েছে। তার মাঝেই মুখ্যমন্ত্রীর সংযোজন, 'আমফানের থেকে বেশি ক্ষতি হয়েছে এবার। আমি জানি সুন্দরবনের মানুষের খুব সমস্যা হচ্ছে। ইতিমধ্যেই ৭৬ হাজার আবেদন পেয়েছি। কোয়ালিটি অব ওয়ার্ক ডিসপ্লে বোর্ডে দেখাতে হবে কাজ শেষের পরে।'
সঙ্গে প্রকৃতির সাহায্য নিয়ে প্রকৃতি তাণ্ডবের বিরুদ্ধে লড়াই চালানোর প্রসঙ্গে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, দিঘা ও দুই ২৪ পরগণায় ৫ কোটি করে মোট ১৫ কোটি ম্যানগ্রোভ লাগানো হবে। পাশাপাশি একটি বিশেষজ্ঞ কমিটিও গঠনের কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।