WB Election 2021 LIVE: তৃণমূলেই আছি, কিছু ভুল বোঝাবুঝি হয়েছিল, মিটে গেছে, শীর্ষ নেতৃত্বের সঙ্গে বৈঠকের পর ভোলবদল জিতেন্দ্র তিওয়ারির
West Bengal Assembly Elections 2021 LIVE Updates, 18 December 2020: ভারতের কৃষকরা মোদির সঙ্গে আছেন, দিদির সঙ্গে নয়, দাবি বিজেপি রাজ্য সভাপতির
LIVE
Background
পূর্ব মেদিনীপুর: বিধায়ক পদ থেকে ইস্তফা দেওয়ার পর তমলুকের নিমতৌড়িতে শুভেন্দু অধিকারীর প্রথম সভা।
তাম্রলিপ্ত জাতীয় সরকারের প্রতিষ্ঠা দিবস উদযাপন উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে আজ প্রধান বক্তা শুভেন্দু অধিকারী। আজকের সভা থেকে তিনি কী বার্তা দেন, সেদিকেই নজর রাজনৈতিক মহলের।
গতকালই বিধানসভায় গিয়ে রিসিভিং সেকশনে ইস্তফাপত্র জমা দেন শুভেন্দু অধিকারী। অধ্যক্ষকে ই-মেল করেও ইস্তফাপত্র পাঠান তিনি। বুধবার অত্যন্ত নাটকীয়ভাবে বিধানসভায় পৌঁছন শুভেন্দু অধিকারী।
তিনি সাধারণত যে গাড়ি ব্যবহার করে থাকেন, এদিন তাতে নয়, অন্য একটি গাড়িতে আচমকাই বিধানসভার গেটে পৌঁছন শুভেন্দু অধিকারী।
ঢাকা ছিল গাড়ির কাচ।
সঙ্গে ছিলেন পুরুলিয়ার কংগ্রেস বিধায়ক সুদীপ মুখোপাধ্যায়। সে সময় স্পিকার বিধানসভায় উপস্থিত ছিলেন না। ১টা নাগাদ তিনি বেরিয়ে যান।
বিকেল ৪টে নাগাদ শুভেন্দু বিধানসভায় পৌঁছন। বিধানসভার রিসিভিং সেকশনে গিয়ে ইস্তফাপত্র জমা দেন।
যদিও বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, আমি বিধানসভায় ছিলাম না। শুনেছি, উনি পদত্যাগপত্র জমা দিয়েছেন। আমি বিধানসভায় গিয়ে ওনার পদত্যাগপত্র খতিয়ে দেখব। তারপর আইনানুগ যা ব্যবস্থা নেওয়ার নেব।
কৃষক আন্দোলন নিয়ে মুখ খুললেন দিলীপ ঘোষ। কেন্দ্রের কৃষি-নীতি বিরোধিতা করার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে একহাত নেন তিনি। রাজ্য বিজেপি সভাপতি বলেন, ভারতের কৃষকরা মোদির সঙ্গে আছেন, দিদির সঙ্গে নয়। কৃষকরা এতদিন ধরে শোষণের শিকার। কৃষকদের স্বার্থে নতুন কৃষি আইন এনেছে কেন্দ্র।’ বিজেপি রাজ্য সভাপতির দাবি, ৫টাকা কেজি আলু কিনে ৪৫ টাকায় বিক্রি করছে রাজ্য। তাঁর অভিযোগ, ‘আলু-পেঁয়াজ থেকেও কাটমানি খাচ্ছে তৃণমূল। ‘গোটা দেশের কৃষকরা নতুন কৃষি আইনের পক্ষে, বিপক্ষে একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়।’