টানা ৯ দিন পর শহরের সর্বনিম্ন তাপমাত্রা পৌঁছল ১২ ডিগ্রিতে, জেলায় অব্যাহত শীতের দাপট
কলকাতা: টানা ৯ দিন পর ১২ ডিগ্রিতে পৌছল কলকাতার পারদ। যদিও এখনও জেলাগুলিতে অব্যাহত ঠাণ্ডার দাপট। বেশ কয়েকটি জেলায় পারদ ১০ ডিগ্রির নীচে। রবিবার শ্রীনিকেতনের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৮ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া দুর্গাপুর ও বহরমপুরে ৯ ডিগ্রি, রানাঘাটে ১০ এবং মালদা শহরে তাপমাত্রা নেমেছিল ১১.২ ডিগ্রি সেলসিয়াসে। শনিবারের মতো এদিনও ভোর থেকে বেলা পর্যন্ত কুয়াশার চাদরে ঢাকা পড়েছিল রাজ্যের একাধিক জেলা। কুয়াশার জেরে বিপর্যস্ত জনজীবন। বিভিন্ন জেলায় কুয়াশার কারণে দুর্ঘটনায় পড়ে আহত হন অনেকে। কুয়াশার এবং প্রবল ঠাণ্ডার মধ্যেই এদিন গঙ্গাসাগরে মকর সংক্রান্তির পুণ্যস্নান সারেন পুণ্যার্থীরা। অন্যদিকে কনকনে ঠাণ্ডার মধ্যেই বীরভূমের জয়দেব-কেঁদুলিতে অজয় নদে পুণ্যস্নান সারেন লক্ষাধিক মানুষ। রবিবার নদিয়ার কৃষ্ণনগরে পারদ নেমেছিল ৬.৬ ডিগ্রি সেলসিয়াসে। তাপমাত্রা বেশ খানিকটা নেমে যাওয়ায় জেলার বিভিন্ন জায়গায় ছিল উষ্ণতার খোঁজ। সকাল ১০টা পর্যন্ত কুয়াশায় ঢাকা ছিল শিল্পাঞ্চল দুর্গাপুর। গত তিন দিনের তুলনায় এদিন আসানসোল এলাকায় কুয়াশার ঘনত্ব ছিল সামান্য কম। কিন্তু প্রবল উত্তুরে হাওয়ার জেরে ছিল কনকনে ঠান্ডা। কুয়াশার জেরে ব্যাহত হয় ট্রেন চলাচলও। উত্তর ভারত থেকে দুরপাল্লার ট্রেনগুলি নির্ধারিত সময়ের থেকে অনেক দেরিতে হাওড়া ও শিয়ালদায় পৌছয়। হাওড়া থেকে ২টি ট্রেনের সময়সূচি পরিবর্তন করা হয়।