এক্সপ্লোর
বাংলাদেশে ঘূর্ণাবর্ত, পশ্চিমী ঝঞ্ঝার জেরে শহরের তাপমাত্রা সামান্য বাড়বে

কলকাতা: একদিকে, বাংলাদেশের ওপর তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত। অন্যদিকে, পশ্চিম ভারতে তৈরি হচ্ছে পশ্চিমী ঝঞ্ঝা।যার জেরে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা বাড়তে পারে কিছুটা। এমনিতেই বৃহস্পতিবারের তুলনায় শুক্রবার সামান্য উঠেছে শহরের পারদ। এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১১.৯ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি কম। এই নিয়ে টানা ৮ দিন ধরে কলকাতার পারদ ১২-র নীচে। বৃহস্পতিবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১১ .৫ ডিগ্রি সেলসিয়াস। বুধবার পারদ নেমেছিল ১০.৯ ডিগ্রিতে। মঙ্গলবার ছিল ১১ ডিগ্রি সেলসিয়াস। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে,বাংলাদেশের ওপর একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। তার ফলে কলকাতায় রাতের তাপমাত্রা কিছুটা বাড়বে। পারদ থাকবে ১৩ ডিগ্রির কাছাকাছি। অন্যদিকে, পশ্চিম ভারতেও তৈরি হচ্ছে পশ্চিমী ঝঞ্ঝা। তার প্রভাবও পড়বে আমাদের রাজ্যে। তবে আবহবিদদের মতে, তাপমাত্রা বাড়াটা সাময়িক। ২-১ দিন পরে আবার নামবে পারদ।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















