এক্সপ্লোর
পাহাড়ে আজ থেকে শুরু হচ্ছে ২ দিনের বাণিজ্য সম্মেলন, উপস্থিত মুখ্যমন্ত্রী

দার্জিলিং: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে পাহাড়ে আজ থেকে শুরু হচ্ছে ২ দিনের বাণিজ্য সম্মেলন। এই প্রথমবার পাহাড়ে এ ধরনের সম্মেলন হচ্ছে। বেলা দেড়টায় দার্জিলিং ম্যালে অনুষ্ঠান শুরু হওয়ার কথা। পাহাড়ে অশান্তির জেরে প্রচুর টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। সেই পরিস্থিতি থেকে ঘুরে দাঁড়াতেই পাহাড়ে বাণিজ্য সম্মেলন আয়োজনের সিদ্ধান্ত নিয়েছেন মুখ্যমন্ত্রী। যোগ দিচ্ছেন হর্ষবর্ধন নেওটিয়া সহ বহু বিশিষ্ট শিল্পপতি। চা, পর্যটন, হর্টিকালচার, হোটেল, শিক্ষা সহ বিভিন্ন ক্ষেত্রে বিনিয়োগের প্রস্তাব আসার সম্ভাবনা।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















