এক্সপ্লোর
ফেসবুকে পোস্টে নেতাজি, গাঁধীজির তুলনা, দলীয় সাংসদকে শো কজ তৃণমূলের

কলকাতা: ফেসবুক পোস্টে নেতাজি সুভাষ চন্দ্র বসু ও মহাত্মা গাঁধীর প্রসঙ্গ টেনে তাঁর করা একটি মন্তব্যে আপত্তি জানিয়ে তৃণমূল সাংসদ অনুপম হাজরাকে শো কজ করল দলীয় নেতৃত্ব। গত সপ্তাহের ওই পোস্টে বোলপুরের এই সাংসদ মহাত্মা গাঁধীকে জাতির পিতা বলে মেনে নিতে তাঁর অসুবিধা হয় বলে মন্তব্য করেন। লেখেন, আমার মতে, গাঁধী ও নেহরু নেতাজির ক্ষতি না করলে তিনিই রাষ্ট্রের পিতার তকমা পেতেন। কিন্তু তৃণমূলের সর্বোচ্চ নেতৃত্ব অনুপমের প্রকাশ্যে এ ধরনের মত প্রকাশ করা ভাল চোখে দেখছে না। সংবাদ সংস্থা পিটিআইয়ের খবর, দলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় বলেছেন, আমরা বারবার ওঁকে সাবধান করেছি, দলের ভাবমূর্তি নষ্ট হতে পারে, এমন কোনও মন্তব্য করতে বারণ করেছি। কিন্তু উনি লাগাতার এমন সব কথাবার্তা বলে যাচ্ছেন যা দলের পক্ষে ক্ষতিকর। তাঁকে কারণ দর্শাতে, এক সপ্তাহের মধ্যে জবাব পাঠাতে বলা হয়েছে। অতীতেও বেশ কয়েকবার নানা ইস্যুতে দলের লাইনের বাইরে গিয়ে মন্তব্যের অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। গতকাল রাতেই অনুপম অসন্তোষ প্রকাশ করেছেন, বলেছেন, তাঁকে 'দলবিরোধী' তকমা দেওয়া হচ্ছে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন
POWERED BY
সেরা শিরোনাম
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
পার্সোনাল ফিনান্স


















