ইদ পালনে করতে গিয়ে মর্মান্তিক পরিণতি, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু কিশোরের
একটি জলের পাইপে আগে থেকেই বিদ্যুতের তার ঠেকেছিল। কথা বলতে বলতে অজান্তেই ওই জলের পাইপে হাত রাখে ওই যুবক
সুনীত হালদার, হাওড়া: আজ ইদ উৎসব। উৎসব পালন করতে তাই বন্ধুদের সঙ্গে বাড়ির বাইরে বেরিয়েছিল কিশোর। কিন্তু আর ফেরা হল না। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল কিশোরের। ঘটনাটি ঘটেছে শিবপুর থানার এলাকার চওড়া বস্তিতে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বুধবার ইদের উৎসব পালন করছিল স্থানীয় যুবকরা। তাঁদের সঙ্গে সামিল হয় আকিব রেজা নামে নামে বছর ১৭-র ওই কিশোরও। একটি পুরানো বহুতলের নিচে তাঁরা গল্প করছিলেন।
বিপত্তি সেখানেই। ওই জায়গায় থাকা একটি জলের পাইপে আগে থেকেই বিদ্যুতের তার ঠেকেছিল। কথা বলতে বলতে অজান্তেই সেই জলের পাইপে হাত দিতেই শক খান কয়েকজন। তাঁরা ছিটকে পড়ে যান। তাদের মধ্যে আকিব রেজা নামে ওই কিশোর গুরুতর জখম হয়।
তাকে হাওড়া হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালের চিকিৎসকরা ওই কিশোরকে মৃত বলে ঘোষণা করেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় শিবপুর থানার পুলিশ। দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ঘটনায় অস্বাভাবিক মৃত্যুর একটি মামলা রুজু করেছে পুলিশ।
ঘটনা প্রসঙ্গে সিইএসসি-র আধিকারিক জানিয়েছেন, বেআইনিভাবে বিদ্যুতের তার বের করা হয়েছিল ওই জায়গায়। সেই তারেরই একটি অংশ কেটে জলের পাইপের ওপর পড়ে ছিল। তার জেরেই বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার ঘটনা ঘটেছে। পুলিশের কাছে সিইএসসি-র তরফে বেআইনিভাবে বিদ্যুৎ চুরির অভিযোগও দায়ের করা হয়েছে বলে জানান ওই আধিকারিক।
উল্লেখ্য, এ দিন শহরে ফের রেফার রোগের বলি হলেন ১ রোগী। বেডের অপেক্ষায় থেকে কলকাতা মেডিক্যালে কলেজ হাসপাতালে মৃত্যু হল ওই রোগীর। পরিবার সূত্রে খবর, বুধবার সকাল থেকে প্রায় ৩ হাসপাতাল থেকে প্রত্যাখ্যানের পরে মেডিক্যালে রোগীকে নিয়ে আসে তাঁর পরিবার।
সেখানে গিয়েও প্রায় ৪ ঘণ্টা বেডের জন্য অপেক্ষা করতে হয়েছে। কলকাতা মেডিক্যালের জরুরি বিভাগের সামনে রোগী নিয়ে টানা ৪ ঘণ্টা অপেক্ষা করে পরিবার। ৪ ঘণ্টা অপেক্ষার পরে মৃত্যুর ৫ মিনিট আগে বেড মিললেও আর কোনও কাজেই এল না চিকিৎসা। কার্যত বিনা চিকিৎসায় হাসপাতাল চত্বরের মারা গেলেন রোগী। হাসপাতালে ভর্তির প্রক্রিয়া শেষ হওয়ার আগেই রোগীর মৃত্যু হয়। এ বিষয় হাসপাতাল কর্তৃপক্ষের কোনও প্রতিক্রিয়া মেলেনি।