এক্সপ্লোর
অকৃতকার্য ছাত্রকে পাস করাতে হবে, না হলে মুণ্ডচ্ছেদের হুমকি বালুরঘাটের আইন কলেজের অধ্যক্ষকে

বালুরঘাট: অকৃতকার্য ছাত্রকে পাস করানোর দাবিতে, দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটে আইন কলেজের অধ্যক্ষকে ফোনে প্রাণনাশের হুমকির অভিযোগ। আইন কলেজের অধ্যক্ষের দাবি, মঙ্গলবার রাতে কালিয়াচক থেকে ফোন করা হচ্ছে বলে জানিয়ে এক অকৃতকার্য পড়ুয়াকে পাস করানোর জন্য তাঁকে চাপ দেওয়া হয়। দাবিমতো কাজ না হলে, অধ্যক্ষকে গলা কেটে খুন করার হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ। বালুরঘাট থানায় অভিযোগ দায়ের হয়েছে। মোবাইল ফোনের সূত্র ধরে অভিযুক্তের খোঁজ পাওয়ার চেষ্টা করছে পুলিশ।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















