WB Corona Restrictions: আজ থেকে সপ্তাহে ৫ দিন অর্ধেক যাত্রী নিয়ে চলবে মেট্রো, বাজার-দোকান-শপিং মলে উঠল সময়বিধি
সকাল ৮ টা থেকে রাত ৮টা পর্যন্ত মেট্রো চালানো হবে...
কলকাতা: আজ থেকে কার্যত লকডাউনে আরও ছাড় কার্যকর হচ্ছে। বাজার-দোকান-শপিং মলে উঠল সময়বিধি। আজ থেকে সপ্তাহে ৫ দিন, অর্থাৎ সোম থেকে শুক্রবার ৫০ শতাংশ যাত্রী নিয়ে চলবে মেট্রো। আজ থেকে সকাল ১০ টা থেকে দুপুর ৩টে পর্যন্ত খোলা থাকবে ব্যাঙ্ক।
রাজ্যে করোনার ভয়ঙ্কর দাপট কিছুটা কমেছে। কিন্তু এখনও কমেনি উদ্বেগ। বিশেষজ্ঞরা বলছেন, দেশে তৃতীয় ঢেউ অনিবার্য।
এই পরিস্থিতিতে, ৩০ জুলাই পর্যন্ত রাজ্যে কার্যত লকডাউনের মেয়াদ বেড়েছে। তবে, আজ থেকে কার্যত লকডাউনে আরও ছাড় কার্যকর হচ্ছে।
নবান্নের তরফে জারি হওয়া বিজ্ঞপ্তি অনুযায়ী, আজ থেকে সপ্তাহে ৫ দিন, অর্থাৎ, সোম থেকে শুক্রবার ৫০ শতাংশ যাত্রী নিয়ে চলবে মেট্রো। মেট্রো বন্ধ থাকবে শনি-রবিবার।
মেট্রো রেল সূত্রে খবর, আজ থেকে সকাল ৮ টা থেকে রাত ৮টা পর্যন্ত মেট্রো চালানো হবে। নিউ গড়িয়া-দক্ষিণেশ্বর রুটে আপ ও ডাউন মিলিয়ে চলবে ১৯২টি মেট্রো।
এরমধ্যে, নিউ গড়িয়া থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত চলবে ৬৫টি ও দক্ষিণেশ্বর থেকে নিউ গড়িয়া পর্যন্ত চলবে ৬৮টি মেট্রো। বাকিগুলি নিউ গড়িয়া থেকে যাবে দমদম পর্যন্ত। ইস্ট-ওয়েস্টে চলবে ৪৮টি। আগের মতোই, শনিবার চলবে স্টাফ স্পেশাল মেট্রো।
তবে, রাজ্যে আপাতত বন্ধই থাকছে লোকাল ট্রেন পরিষেবা। এখনই খুলছে না, কোনও শিক্ষাপ্রতিষ্ঠান। আগের মতোই, ৫০ শতাংশ যাত্রী নিয়ে চলবে সরকারি ও বেসকারি বাস, ট্রাম, লোকাল ট্যাক্সি, অ্যাপ-ক্যাব, অটো। ৫০ শতাংশ যাত্রী নিয়ে চলবে ফেরি।
নতুন বিজ্ঞপ্তিতে বাড়ানো হয়েছে ব্যাঙ্কের সময়সীমা। আজ থেকে সকাল ১০ টা থেকে দুপুর ২টোর বদলে, ব্যাঙ্কে কাজের সময় বাড়িয়ে করা হয়েছে ৩টে পর্যন্ত।
জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত নয়, এমন সরকারি দফতরে, ২৫ শতাংশ কর্মী নিয়ে কাজ চালোনোর অনুমতি দেওয়া হয়েছে।
বেসরকারি ও কর্পোরেটের ক্ষেত্রে ৫০ শতাংশ কর্মী নিয়ে কাজ চালানো যাবে।
আজ থেকে দোকান-বাজার-শপিং মল, রেস্তোরাঁয় থাকছে না সময়বিধি। ৫০ শতাংশ গ্রাহক নিয়ে খোলা যাবে শপিং মল, রেস্তোরাঁ। আপাতত বন্ধ থাকছে সিনেমা হল, স্পা।
সাধারণের জন্য বন্ধ থাকছে সুইমিং পুল। তবে, সকাল ৬-১০টা পর্যন্ত শর্তসাপেক্ষে সাতারুদের অনুশীলনের জন্য খোলা যাবে সুইমিং পুল।
মর্নিং ওয়াক ও শরীর চর্চার জন্য সকাল ৬ টা থেকে সকাল ৯টা পর্যন্ত খোলা থাকবে পার্ক। তবে, পার্কে ঢুকতে হলে, লাগবে, ভ্যাকসিনেশনের সার্টিফিকেট।
সকাল ৬টা থেকে ১০টা ও বিকেল ৪ টে থেকে রাত ৮টা পর্যন্ত খোলা থাকবে জিম। তবে, উপস্থিত থাকবে ৫০ শতাংশ।
৫০ শতাংশ গ্রাহক নিয়ে খোলা যাবে সেলুন, বিউটি পার্লার। তবে, জিম ও পার্লার, উভয় ক্ষেত্রেই কর্মীদের ভ্যাকসিনেশন প্রক্রিয়া শেষ হওয়া আবশ্যিক।
সমস্তরকম রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, শিক্ষা ও বিনোদনমূলক জমায়েতে নিষেধজ্ঞা বহাল রয়েছে। আগের মতোই, ৫০জনকে নিয়ে বিয়ের অনুষ্ঠান করা যাবে।
শ্রাদ্ধানুষ্ঠানে সর্বাধিক ২০ জনের অনুমতি দেওয়া হয়েছে। আগের নিয়ম মতোই, মতোই খোলা থাকছে পেট্রোল পাম্প, এলপিজি গ্যাসের অফিস। হোম ডেলিভারিতেও রয়েছে অনুমতি।