WB Election 2021: রবিবার নয়, সোমবার শপথ নেবেন রাজ্যের মন্ত্রিসভার সদস্যরা
সোমবার রাজভবনে সকাল ১১টায় শপথগ্রহণ অনুষ্ঠান হবে। শপথ নেবেন মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভার সদস্যরা।
![WB Election 2021: রবিবার নয়, সোমবার শপথ নেবেন রাজ্যের মন্ত্রিসভার সদস্যরা WB Election 2021 next oath taking ceremony will be conducted on monday in Raj Bhavan for the bengal election WB Election 2021: রবিবার নয়, সোমবার শপথ নেবেন রাজ্যের মন্ত্রিসভার সদস্যরা](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/05/07/3411345509b5929291aecf4d97433f70_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
কলকাতা: রবিবার নয়, সোমবার শপথ নতুন মন্ত্রিসভার। জানানো হয়েছে, সোমবার রাজভবনে সকাল ১১টায় শপথগ্রহণ অনুষ্ঠান হবে। শপথ নেবেন মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভার সদস্যরা। বুধবার রাজভবনে তৃতীয়বার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার অর্থাৎ ১০ মে শপথ নেবেন মন্ত্রিসভার বাকি সদস্যরা।
নবান্ন সূত্রের খবর, এবারের মন্ত্রিসভায় পূর্ণমন্ত্রী, প্রতিমন্ত্রী মিলিয়ে মোট ৪২ জন থাকতে পারেন। মন্ত্রিসভায় পুরনোদের পাশাপাশি বেশ কিছু নতুন মুখও দেখা যেতে পারে। যদিও কথা ছিল রবিবার কবিগুরুর জন্মদিনেই হবে শপথ গ্রহণ অনুষ্ঠান। তবে কর্মসূচির বদল হয়েছে বলেই নবান্ন সূত্রে খবর। পাশাপাশি এও জানানো হয়েছে, কোভিড পরিস্থিতি মাথায় রেখেও সোমবারও অনাড়ম্বর শপথগ্রহণ অনুষ্ঠান হবে।
দলীয় সূত্রে খবর, মন্ত্রিসভায় পুরনো মুখের পাশাপাশি বেশ কিছু নতুন মুখও জায়গা পাবে। সংখ্যালঘু ও মহিলাদেরও জায়গা থাকছে মন্ত্রিসভায়। মদন মিত্র ফের ফিরতে পারেন নিজের পুরনো পদে। জুন মালিয়া, রত্না চট্টোপাধ্যায়ও, রত্না দে নাগ, বীরবাহা হাঁসদাও থাকতে পারেন তালিকায়।
অন্যদিকে শশী পাঁজা, চন্দ্রিমা ভট্টাচার্য, ববি হাকিম, ব্রাত্য বসু, অরূপ বিশ্বাস, বেচারাম মান্না, পার্থ চট্টোপাধ্যায়রাও ফের মন্ত্রিত্ব পেতে চলেছেন বলেই সূত্রের খবর। এ ছাড়াও মানস ভুইঞাও জায়গা পেতে পারেন মন্ত্রিসভায়। দুই তারকা প্রার্থী সোহম চক্রবর্তী ও রাজ চক্রবর্তীও মন্ত্রী হতে পারেন সোমবার।
গত বুধবার তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রীর পদে শপথ নেন মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন তাঁকে শপথবাক্য় পাঠ করালেন রাজ্যপাল জগদীপ ধনকড়। শপথ গ্রহণ অনুষ্ঠানের পর সব রাজনৈতিক দলকে শান্তি বজায় রাখার আবেদন জানান মুখ্যমন্ত্রী। একইসঙ্গে এ-ও মনে করিয়ে দেন, হিংসা ছড়ালে কড়া ব্যবস্থা নেওয়া হবে।
করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে মমতার এবারের শপথগ্রহণ অনুষ্ঠান অনাড়ম্বর ও সংক্ষিপ্ত রাখা হয়েছিল। এ দিন একাই শপথ নেন মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ও প্রশান্ত কিশোর। উপস্থিত ছিলেন পার্থ চট্টোপাধ্যায়, সুব্রত মুখোপাধ্যায়, সুব্রত বক্সী, ফিরহাদ হাকিম, সুদীপ বন্দ্যোপাধ্যায় ও অভিনেতা দেব।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)