এক্সপ্লোর
আকাশ কালো করে আজও বৃষ্টি, শহরে যানজটে দুর্ভোগ

কলকাতা: ঝাড়খণ্ডের উপর তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত। তার জেরেই মেঘলা আকাশ। গতকালের মতো আজও দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় শুরু হয়েছে বিক্ষিপ্ত বৃষ্টি। কলকাতায় ভারী বৃষ্টি শুরু হয়েছে। মেঘলা আকাশ ও বৃষ্টির কারণে গতকাল থেকেই নেমেছে তাপমাত্রা। আগামী কয়েকদিন এই আবহাওয়া বজায় থাকবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। এদিকে, এই বৃষ্টির ফলে শহরের বিভিন্ন রাস্তায় যানজট তৈরি হয়। ধীর গতিতে যানবাহন চলাচল করছে। ফলে ভোগান্তির শিকার যাত্রীরা।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















