Weather Report বাঁকুড়া, পুরুলিয়ায় বৃষ্টি, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস
একে ভরা বসন্ত! কিন্তু তাও ভোটের মুখে রাজনৈতিক উত্তাপ ঘিরে ক্রমশ তপ্ত হচ্ছে বঙ্গের মাটি!
সঞ্চয়ন মিত্র, কলকাতা: পুরুলিয়ায় বৃষ্টি। কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় বৃষ্টির পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের। উত্তরবঙ্গের কয়েকটি জেলাতেও বৃষ্টি হতে পারে।
একে ভরা বসন্ত! কিন্তু তাও ভোটের মুখে রাজনৈতিক উত্তাপ ঘিরে ক্রমশ তপ্ত হচ্ছে বঙ্গের মাটি!
তবে শনিবার সেই তপ্ত মাটিকেই ভিজিয়ে দিল কয়েক পশলা বৃষ্টি। বাঁকুড়া ও পুরুলিয়ায় সকাল থেকেই বৃষ্টি নেমেছিল। সঙ্গে ঝোড়ো হাওয়া। বৃষ্টি হয় উত্তর দিনাজপুরেও।
আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে পশ্চিম অঞ্চলের জেলাগুলিতে বৃষ্টি হতে পারে। বৃষ্টি হতে পারে কলকাতাতেও। উত্তরবঙ্গের পার্বত্য এলাকায় আগামী ২-৩ দিন বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
পুরুলিয়ায় শুরুবার রাত থেকেই বজ্রবিদ্যুত্ সহ বৃষ্টি শুরু হয়। শনিবার সকালেও জেলা জুড়ে কোথাও হাল্কা কোথাও ভারী বৃষ্টি হয়। বাঁকুড়ায় শনিবার সকালে ভারী বৃষ্টি হয়।
এরমধ্যেই, প্রবল হাওয়াতে ট্রেন লাইনের উপরে ভেঙে পড়ল গাছ বন্ধ বনগাঁ শিয়ালদা লাইনের ট্রেন চলাচল। চাঁদপাড়া ও বনগাঁর মাঝে একটি গাছ ভেঙে পড়াতে বন্ধ ট্রেন চলাচল সমস্যায় যাত্রীরা। ট্রেন লাইনের উপর থেকে হাত সরানোর কাজ চালাচ্ছে রেল কর্তৃপক্ষ।
এর আগে বুধবার বিকেলে পশ্চিমাঞ্চলের একাধিক জেলায় হয় বৃষ্টি। বুধবার সকাল থেকে দক্ষিণবঙ্গ ও পশ্চিমাঞ্চলের একাধিক জেলায় আকাশ মেঘাচ্ছন্ন ছিল। বাড়ছিল গুমোট গরম। বিকেলের দিকে পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হয়।
বাঁকুড়ায় হয় শিলাবৃষ্টি। বাঁকুড়া শহর-সহ জঙ্গলমহলের বারিকুল, রানিবাঁধ, রাইপুরে আকাশছেঁচা জলে ভেজে রাঢ় বাংলার মাটি। শিলাবৃষ্টি হয় বীরভূমেও। পশ্চিম বর্ধমানেও ঝিরঝিরে বৃষ্টি হয়।
তবে বৃষ্টি হলেও আবহাওয়া দফতরের পূর্বাভাস, দিনের তাপমাত্রা সামান্য বাড়বে। রাতের তাপমাত্রার খুব একটা হেরফের হবে না।
আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, শনিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৪.২ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি।