CM Mamata Malda Visit LIVE Updates: 'বাংলায় জিতব, দেশকে দেখব', মালদার সভায় মমতা
মালদার ইংরেজবাজারে মমতা বন্দ্যোপাধ্যায়ের সভা

Background
উত্তর দিনাজপুর ও মালদা: উত্তর দিনাজপুরের রায়গঞ্জে জনসভা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। এরপর যাবেন মালদায়। আজ দুপুরে রায়গঞ্জ স্টেডিয়ামে মমতা বন্দ্যোপাধ্যায়ের সভায় যোগ দেবেন দুই দিনাজপুরের তৃণমূল কর্মীরা। প্রসঙ্গত, এই দুটি জেলার দায়িত্বে ছিলেন শুভেন্দু অধিকারী। তিনি বিজেপিতে যোগ দেওয়ায়, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে দলের কতটা ক্ষতি হয়েছে, তাও পর্যবেক্ষণ করবেন তৃণমূলনেত্রী। রায়গঞ্জ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় যাবেন মালদায়। ইংরেজবাজারের বিএসএফ ময়দানে সভা করবেন তিনি। গত বিধানসভা ভোটে মালদা জেলায় একটিও আসন পায়নি তৃণমূল। লোকসভা নির্বাচনেও তৃণমূল খারাপ ফল করে। মালদা কংগ্রেসের পুরনো দুর্গ, পাশপাশি এখানে নিজেদের জমি তৈরি করছে বিজেপি। রাজনৈতিক মহলের ধারণা, এবারের বিধানসভা নির্বাচনে বিজেপি-বিরোধী ভোট তৃণমূলের পক্ষে টেনে আনাই মমতা বন্দ্যোপাধ্যায়ের লক্ষ্য।
Mamata Banerjee Malda LIVE: 'বাংলায় জিতব, দেশকে দেখব', মালদার সভায় মমতা
মালদার ইংরেজবাজারে জনসভা করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ‘এবার আরও বেশি আসন নিয়ে ক্ষমতায় আসবে তৃণমূল। বাংলায় জিতব, দেশকে দেখব।’
Mamata Banerjee Malda LIVE: 'গায়ের জোরে মমতাকে হারানোর ক্ষমতা বিজেপির নেই', মালদার সভায় মমতা
মালদার ইংরেজবাজারে জনসভা করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ‘গায়ের জোরে মমতাকে হারানোর ক্ষমতা বিজেপির নেই। দিল্লি-গুজরাত থেকে বাংলা কন্ট্রোল করতে চাইছে। সিপিএম-কংগ্রেসের সঙ্গে বিজেপির সমঝোতা আছে। সিপিএম-কংগ্রেসকে একটাও ভোট দেবেন না।’























