এক্সপ্লোর
Advertisement
অমিত শাহ মিথ্যে বলে গিয়েছেন, সাংবাদিক বৈঠকে তথ্য সহ প্রমাণ দেব, বললেন মুখ্যমন্ত্রী
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের রবিবারের বোলপুরের রোড শোয়ের পরদিনই সাংবাদিক সম্মেলন ডেকে তাঁকে, বিজেপিকে তীব্র আক্রমণ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। শাহের পাল্টা কর্মসূচি ঘোষণা করেছেন তৃণমূল নেত্রী। সেই অনুসারে ২৮ ডিসেম্বর তিনি বীরভূম যাবেন, দলের সাংবাদিক সম্মেলন করবেন, পরদিন ২৯ ডিসেম্বর বীরভূমে দুপুর দেড়টায় মিছিল করবেন বলে জানিয়েছেন মমতা।
কলকাতা: কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের রবিবারের বোলপুরের রোড শোয়ের পরদিনই সাংবাদিক সম্মেলন ডেকে তাঁকে, বিজেপিকে তীব্র আক্রমণ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। শাহের পাল্টা কর্মসূচি ঘোষণা করেছেন তৃণমূল নেত্রী। সেই অনুসারে ২৮ ডিসেম্বর তিনি বীরভূম যাবেন, দলের সাংবাদিক সম্মেলন করবেন, পরদিন ২৯ ডিসেম্বর বীরভূমে দুপুর দেড়টায় মিছিল করবেন বলে জানিয়েছেন মমতা। গতকাল বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মন্ডল শাহের রোড শোয়ে বিপুল জনসমাগম দেখে কটাক্ষ করেছিলেন, বিজেপি বাইরের জেলা থেকে লোক নিয়ে এসেছে, তিনি জেলার লোক নিয়েই আরও বড় শো করবেন। মমতা আরও একধাপ এগিয়ে বলেছেন, বলেছেন, বীরভূমে রাঙামাটির মানুষের মিছিল হবে। শাহ কাল অনেক মিথ্যে কথা বলে গিয়েছেন বলেও তাঁকে আক্রমণ করেন মমতা। দাবি করেন, ‘আমরা ক্ষুদ্র ও মাঝারি শিল্পে দেশে এক নম্বর, রাজ্য নয়, এই তথ্য দিয়েছে কেন্দ্রীয় সরকারই। কাল মন্ত্রিসভার বৈঠকের পর প্রমাণ-সহ সব তথ্য দেব, তথ্য যাচাই না করে মনগড়া তথ্য কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর। স্বরাষ্ট্রমন্ত্রীর মুখে রাজনীতির কথা মানায় না। রাজনীতির জন্য বিজেপি সব কিছু করতে পারে। বিজেপি একটা চিটিংবাজের পার্টি। গতকাল শাহ দেশে করোনাভাইরাস মোকাবিলায় কোভিড ভ্যাকসিন দেওয়ার কাজ শেষ হলেই সিএএ কার্যকর করার কাজ শুরু হবে বলে জানিয়েছেন। মমতা তার জবাবে বলেন, বিজেপি নাগরিকদের ভাগ্য নির্ধারণ করতে পারে না। সিএএ, এনআরসি, এনপিআর মানব না। মমতা বিজেপির বিরুদ্ধে রবীন্দ্রনাথের অবমাননার যে ইস্যু উঠেছে, সে ব্যাপারেও জানিয়ে দেন, বাংলার মণীষিদের আন্তর্জাতিক খ্যাতি আছে। রবীন্দ্রনাথকে নিয়ে কোনও অবমাননা মানব না।
শাহের অভিযোগ উড়িয়ে মমতা আয়ুষ্মানের থেকে স্বাস্থ্যসাথীর উপভোক্তার সংখ্যা অনেক বেশি বলেও জানান। অভিযোগ করেন, রাজ্য সরকারকে এড়িয়ে কাজ করছে কেন্দ্র।
পাশাপাশি দুয়ারে সরকার কর্মসূচির সাফল্য দাবি করে মমতা বলেন, ২৫ জানুয়ারি পর্যন্ত দুয়ারে সরকার চলবে। ‘৪টি পর্যায়ে ২০ হাজারের বেশি শিবিরের আয়োজন। ভারত শুধু নয় এটা বিশ্বে নতুন মডেল বলেও দাবি করেন মুখ্যমন্ত্রী। জানান, ‘দুয়ারে সরকারের শিবিরে ১২টি পরিষেবা মিলছে। ২০ ডিসেম্বর পর্যন্ত ১ কোটি ১২ লক্ষ মানুষ এসেছেন। ১১ হাজার ৫৬টি শিবিরে হাজির ১.১২ কোটি মানুষ। খাদ্যসাথী কর্মসূচিও সফল, বোঝাতে গিয়ে বলেন, খাদ্যসাথীতে ৭ লক্ষ ১৪ হাজার আবেদন জমা পড়েছে। খাদ্যসাথীর সুবিধা পেয়েছেন ৩ লক্ষ ১৮ হাজার জন। স্বাস্থ্যসাথীতে ৪২ লক্ষ ৪১ হাজার আবেদন জমা পড়েছে। স্বাস্থ্যসাথীর ২৭ লক্ষ ১৩ হাজার আবেদন মঞ্জুর।
গত লোকসভা নির্বাচনে রাজ্যে বেশ ভালো ফল করেছে বিজেপি। সেই ধারা অব্যাহত রেখে বিধানসভা নির্বাচনে রাজ্যে পদ্ম ফোটাতে মরিয়া বিজেপি। এই প্রচেষ্টার অংশ হিসেবেই রাজ্যে দুদিনের সফরে এসেছিলেন অমিত শাহ। গতকাল বোলপুরে রোড শো-র পর সাংবাদিক বৈঠকে অমিত শাহ দাবি করেছিলেন, রাজ্যের মানুষ পরিবর্তনে আগ্রহী। কারণ, তাঁরা রাজনৈতিক হিংসা, দুর্নীতি ও বাংলাদেশি অনুপ্রবেশকারীদের থেকে মুক্তি পেতে চান। তিনি আরও বলেন, রাজ্যে বিজেপি ক্ষমতায় এলে কোনও ভূমিপুত্রই মুখ্যমন্ত্রী হবেন। তৃণমূলের আমলে অর্থনীতি সহ সবদিক থেকেই রাজ্য পিছিয়ে গিয়েছে বলেও অভিযোগ করেছিলেন অমিত শাহ।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
খবর
জেলার
Advertisement