Corona Update in Bengal: ৫ হাজারের নিচে নামল দৈনিক করোনা সংক্রমণ, রাজ্যে ১ দিনে মৃত ৮৯
তবে গতকালের তুলনায় সামান্য বেড়েছে মৃতের সংখ্যা।
কলকাতা; রাজ্যে ক্রমশ কমছে সংক্রমণ। এবার পাঁচ হাজারেরও নিচে নেমে গেল করোনার দৈনিক আক্রান্তের সংখ্যা। শুক্রবার স্বাস্থ্য দফতরের প্রকাশিত বুলেটিন অনুযায়ী রাজ্য়ে গত ১ দিনে করোনা সংক্রমিত হয়েছেন ৪,৮৮৩ জন। এই নিয়ে রাজ্যে মোট করোনা আক্রান্ত হয়েছেন ১৪,৪৮,১০৪ জন। ১১ জুনের হিসেব অনুযায়ী রাজ্যে এই মুহূর্তে করোনার অ্যাক্টিভ কেস ১৫,১৯২ জন।
তবে গতকালের তুলনায় সামান্য বেড়েছে মৃতের সংখ্যা। শুক্রবারের স্বাস্থ্য বুলেটিন বলছে গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা সংক্রমিত হয়ে প্রাণ হারিয়েছেন ৮৯ জন। গতকাল সংখ্যাটি ছিল ৮৭ জন। পাশাপাশি স্বস্তি দিচ্ছে সুস্থতার হারও। গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনামুক্ত হয়েছেন ৪,৩২১ জন। সবমিলিয়ে এখনও পর্যন্ত মোট ১৬,৭৩১ জন করোনামুক্ত হয়ে বাড়ি ফিরেছেন। স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী রাজ্যে সুস্থতার হার ৯৭.৮০ শতাংশ।
গতকালের হিসেব অনুযায়ী, বৃহস্পতিবার রাজ্যে করোনা আক্রান্ত হয়েছিলেন ৫, ২৭৪ জন। ১০ জুনের হিসেব অনুযায়ী রাজ্যে করোনা সংক্রমণের অ্যাক্টিভ কেস ছিল ১৪,৭১৯ জন। ওই সময় পর্বে রাজ্যে করোনা সংক্রমিত হয়ে প্রাণ হারিয়েছিলেন ৮৭ জন। কাল করোনায় মোট মৃত্যুর সংখ্যা ছিল ১৬,৬৪২ জন। এর আগের ২৪ ঘণ্টায় করোনামুক্ত হয়েছিলেন ৫,১৭০ জন।
উল্লেখ্য, দেশে করোনায় দৈনিক আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা কমল। গতকাল বিহারে মৃত্যুর তথ্য নথিভুক্ত করার আচমকাই বেড়ে গিয়েছিল দৈনিক মৃত্যুর সংখ্যা। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের শুক্রবারের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছেন ৯১ হাজার ৭০২ জন। এই নিয়ে গত চারদিন ধরে দৈনিক আক্রান্তের সংখ্যা ১ লক্ষের নীচে রইল। একদিনে মৃত্যুর সংখ্যা ৩ হাজার ৪০৩।
দেশে করোনায় মোট আক্রান্তের সংখ্যা ২ কোটি ৯২ লক্ষ ৭৪ হাজার ৮২৩। এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ৩ লক্ষ ৬৩ হাজার ৭৯ জনের। অ্যাক্টিভ কেসের সংখ্যা ১১ লক্ষ ২১ হাজার ৬৭১। এরই মধ্যে করোনাকে জয় করে সুস্থ হয়েছেন ২ কোটি ৭৭ লক্ষ ৯০ হাজার ৭৩ জন। একদিনে সুস্থতার সংখ্যা ১ লক্ষ ৩৪ হাজার ৫৮০।